বিড়ি শিল্পকে বাঁচাতে ষড়যন্ত্র বন্ধের দাবি
১৭ ডিসেম্বর ২০২০ ১৬:০৬
ঢাকা: শিল্প ও শ্রমিক বাঁচাতে বিড়ির ওপর ষড়যন্ত্র ও বৈষম্যমূলক শুল্ক প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে বিড়ি শ্রমিকরা। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে পাবনা ডাকবাংলা মোড়ে এ মানববন্ধন করেন তারা।
পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়নের আয়োজনে মানববন্ধনে পাঁচ শতাধিক শ্রমিক অংশ নেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন- বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এম কে বাঙ্গালী, কার্যকরী সভাপতি আমিন উদ্দিন বিএসসি, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক ও পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়নের সভাপতি হেরিক হোসেন, কেন্দ্রীয় প্রচার সম্পাদক শামীম ইসলামসহ আরও অনেকে।
মানববন্ধনে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এম কে বাঙ্গালী বলেন, ‘বহুজাতিক সিগারেট কোম্পানির ইন্ধনে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) শুধু বিড়ির ওপর মাত্রাতিরিক্ত শুল্কারোপ করেছে। চলতি অর্থবছরের বাজেটে প্রতি প্যাকেট সিগারেটে যেখানে মাত্র ২ টাকা বাড়ানো হয়েছে সেখানে বিড়িতে বাড়ানো হয়েছে ৪ টাকা। এটা বিড়ির উপর চরম বৈষম্যমূলক আচরণ।’
তিনি আরও বলেন, ‘একদিকে করোনা, অন্যদিকে বিড়ি ফ্যাক্টরি বন্ধ হওয়ায় লাখ লাখ শ্রমিক বেকার হয়ে পড়েছেন। পরিবার নিয়ে তারা মানবেতর জীবনযাপন করছে। আমরা বিড়ির উপর অতিরিক্ত ৪ টাকা মূল্যস্তর প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি।’
এছাড়া সপ্তাহে ৬ দিন কাজের নিশ্চয়তা, বিড়ির উপর অর্পিত ১০ শতাংশ অগ্রিম আয়কর প্রত্যাহার, বিড়িকে কুটির শিল্প হিসেবে ঘোষণার দাবিও জানান বক্তারা।
মানববন্ধন শেষে একই দাবিতে পাবনা বিভাগীয় কর কমিশনার কার্যালয়ের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বরাবর স্মারকলিপি জমা দেন বিড়ি শ্রমিক নেতাকর্মীরা।