ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাখোঁ করোনা আক্রান্ত
১৭ ডিসেম্বর ২০২০ ১৬:১০
নভেল করোনাভাইরাস সংক্রমণে সৃষ্ট বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। খবর বিবিসি।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) ফ্রান্সের প্রেসিডেন্টের দফতর থেকে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে, ৪২ বছর বয়সী ফ্রান্সের প্রেসিডেন্টের শরীরে করোনা উপসর্গ দেখা দেওয়ায় পরীক্ষা করানোর পর তিনি ‘পজিটিভ’ হিসেবে শনাক্ত হন।
এখন, তিনি সাত দিনের আইসোলেশনে থাকবেন। তবে, বাড়ি থেকেই ফ্রান্সের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন ম্যাখোঁ – জানিয়েছে প্রেসিডেন্টের দফতর।
প্রসঙ্গত, ফ্রান্সে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ২০ লাখ মানুষ। এছাড়াও, করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৯ হাজার ৪০০ জন।
করোনা আক্রান্ত কোভিড-১৯ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ