‘ভূতুড়ে নৌকা’ থেকে বিপুল পরিমাণ কোকেন জব্দ
১৭ ডিসেম্বর ২০২০ ১৬:৪৩
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মার্শাল আইল্যান্ডে একটি পরিত্যক্ত ভূতুড়ে নৌকা থেকে ৬৪৯ কেজি কোকেন জব্দ করেছে পুলিশ। খবর আল জাজিরা।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) মার্শাল আইল্যান্ডের অ্যাটর্নি জেনারেল রিচার্ড হিকসন জানিয়েছেন, ১৮ ফুট লম্বা একটি ফাইবার গ্লাসের নৌকার ডেকের নিচে লুকিয়ে রাখা কোকেন জব্দ করা সম্ভব হয়েছে।
এদিকে, স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানান হয়েছে – জব্দকৃত কোকেনের বাজারমূল্য ৮০ মিলিয়ন মার্কিন ডলার।
এ ব্যাপারে অ্যাটর্নি জেনারেল হিকসন বলেছেন, ধারণা করা হচ্ছে কোকেনের এই চালানটি সেন্ট্রাল বা দক্ষিণ আমেরিকা থেকে প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে মার্শাল আইল্যান্ডে এসে পৌঁছেছে।
এদিকে, প্রশান্ত মহাসাগরে ভেসে কোকেনের চালান এই দ্বীপগুলোতে আসা নতুন কিছু নয়। এর আগেও, এইসব দ্বীপের অনেক অধিবাসী দ্বীপের সৈকত হাঁটতে গিয়ে কোকেনের প্যাকেট খুঁজে পেয়েছেন।
অন্যদিকে, জব্দকৃত কোকেনের দুইটি প্যাকেট পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে মার্শাল আইল্যান্ডের পুলিশ।
অ্যাটর্নি জেনারেল রিচার্ড হিকসন কোকেন মার্শাল আইল্যান্ড যুক্তরাষ্ট্র