Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারচুপির অভিযোগে পেট্রোল পাম্পের বিরুদ্ধে মামলা-জরিমানা


১৭ ডিসেম্বর ২০২০ ১৭:৫১

ঢাকা: ওজন পরিমাপে কারচুপির অভিযোগে একটি পেট্রোল পাম্পের বিরুদ্ধে মামলা ও ২টি পেট্রোল পাম্পকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাভার এলাকায় অভিযান পরিচালনা করে মেসার্স রাজ ফিলিং স্টেশন জ্বালানি তেল পরিমাপে ১টি অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৩৭০ মিলি লিটার ও ২টি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ২০০ মিলিলিটার করে কম দেওয়ায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করা হয়েছে। একইসঙ্গে ক্রটিপূর্ণ ডিসপেন্সিং ইউনিট দ্বারা জ্বালানি তেল বিক্রয় ও বিতরণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া গত মঙ্গলবার মাতুয়াইল এলাকার মেসার্স কন্টিনেন্টাল সিএনজি ফিলিং স্টেশন এবং রায়েরবাগ এলাকার মেসার্স স্পিড বার্ড সিএনজি স্টেশন লিমিটেড, প্রতিষ্ঠান ২টি আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংক এর বৈধ ক্যালিব্রেশন চার্ট দেখাতে না পারায় ৩০ হাজার করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে পরিদর্শক মো. আল হাসনাত এবং মো. নাজমুস সায়াদত এবং স্কোয়াড অভিযানে সহকারী পরিচালক মফিজ উদ্দিন আহমাদের নেতৃত্বে ঊর্ধ্বতন পরীক্ষক মো. রাকিবুল আলম ও পরিদর্শক মো. ইনজামামুল হক অংশ নেন।

কারচুপি পেট্রোল পাম্প বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট বিল বিএসটিআই

বিজ্ঞাপন

দেশের বাইরে ‘বরবাদ’
১২ এপ্রিল ২০২৫ ২১:২০

ধর্ষণের অভিযোগে প্রেমিক আটক
১২ এপ্রিল ২০২৫ ২১:০৪

আরো

সম্পর্কিত খবর