করোনা মোকাবিলায় ‘ব্যর্থ’ সুইডেন
১৭ ডিসেম্বর ২০২০ ১৮:২৯
সুইডেনের রাজা ষোড়শ কার্ল গুস্তাফ বলেছেন, করোনা মোকাবিলায় ব্যর্থ হয়েছে দেশটির প্রশাসন। খবর আল জাজিরা।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) এক টিভি অনুষ্ঠানে সুইডেনে করোনায় বয়স্কদের মৃত্যুহার বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে এ মন্তব্য করেছেন রাজা গুস্তাফ।
এদিকে, সুইডেনের রাজার মুখ থেকে এ ধরণের মন্তব্য বিরল বলে উল্লেখ করেছে আল জাজিরা।
এর আগে, করোনা সংক্রমণ রোধে ঢিলেঢালা নীতি গ্রহণ করার কারণে বিশ্বজুড়ে আলোচিত হয়েছিল সুইডেন। এমনকি দেশটি করোনা সংক্রমণ মোকবিলায় মাস্ক ব্যবহারও বাধ্যতামূলক করেনি।
ফলশ্রুতিতে, দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন সাড়ে তিন লাখ মানুষ এবং মৃত্যু হয়েছে সাত হাজার ৮০০ মানুষের।
অন্যদিকে, করোনা সংক্রমণ কমিয়ে আনতে কখনোই লকডাউনে যায়নি সুইডেন। দেশটির স্কুল, কলেজ, রেস্টুরেন্টসহ গণজমায়েতের সকল স্থানই সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
এ ব্যাপারে দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ বলেছেন, সুইডেন তার নিজস্ব উপায়ে করোনা ভাইরাস মোকাবিলা করছে। যথাযথভাবেই এ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে।
কোভিড-১৯ টপ নিউজ নভেল করোনাভাইরাস রাজা ষোড়শ কার্ল গুস্তাফ সুইডেন