Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাথায় বিজয়ের স্মারক ব্যান্ড বেঁধে ইয়াবা পাচারে ২ রোহিঙ্গা


১৭ ডিসেম্বর ২০২০ ১৯:৫৯ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২০ ২০:২২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: মাথায় বিজয় দিবসের স্মারক ব্যান্ড বেঁধে বাঙালি সেজে ইয়াবা পাচারের সময় মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া দুই রোহিঙ্গা নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে দুই হাজার ৩৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম নগরীর রেলস্টেশন রোড থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

গ্রেফতার দুই তরুণ মো. রফিক (১৯) ও মো. ফারুক (১৮) কক্সবাজার জেলার টেকনাফ উপজেলা মোচনী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

ওসি মহসীন সারাবাংলাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আটকের পর দুই যুবক পেটের ভেতরে করে কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে চট্টগ্রামে আসার কথা স্বীকার করে। তাদের থানায় এনে রফিকের পেট থেকে ছোট ২৫টি এবং ফারুকের পেট থেকে ২২টি ছোট পলিথিনের প্যাকেট বের করা হয়। এর প্রতিটিতে ৫০টি করে ইয়াবা ছিল। উদ্ধার করা ইয়াবার পরিমাণ দুই হাজার ৩৫০ পিস। প্যাকেটসহ ইয়াবাগুলো গিলে তারা পেটের ভেতরে নিয়েছিল।

বিজ্ঞাপন

ওসি মহসীন বলেন, ‘আটকের সময় দু’জনের মাথায় ছিল বিজয় দিবসের স্মারক ব্যান্ড। সেগুলো তারা বেঁধেছিল যেন তাদের কেউ রোহিঙ্গা হিসেবে সন্দেহ না করে। তাদের চালচলনও ছিল একেবারে বাঙালি যুবকের মতো’

দু’জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন ওসি মহসীন।

ইয়াবা পাচার বিজয় দিবসের স্মারক ব্যান্ড রোহিঙ্গা তরুণ রোহিঙ্গা নাগরিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর