Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কমেছে ইন্টারনেট ব্যবহাকারীর সংখ্যা!


১৭ ডিসেম্বর ২০২০ ১৮:৫৯

ঢাকা: দেশে ইন্টারনেট ব্যবহাকারীর সংখ্যা কমেছে। অক্টোবর মাস শেষে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ১১ কোটি ৭ লাখ। নভেম্বর মাস শেষ এই সংখ্যা দাঁড়িয়েছে ১১ কোটি ৫ লাখে। একমাসের ব্যবধানে দেশে ইন্টারনেট ব্যবহাকারী সংখ্যা কমেছে দুই লাখ।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি’র এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। তবে এই হিসাব বলছে, ইন্টারনেট ব্যবহারকারী কমলেও একই সময়ে বেড়েছে মোবাইল গ্রাহকের সংখ্যা।

বিজ্ঞাপন

বিটিআরসির তথ্যমতে, নভেম্বর শেষে দেশে বর্তমানে মোবাইল গ্রাহকের সংখ্যা ১৬ কোটি ৮৩ লাখ। এর মধ্যে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা ৭ কোটি ৮১ লাখ, রবির ৫ কোটি, বাংলালিংকের ৩ কোটি ৫০ লাখ ও টেলিটকের ৪৬ লাখ। গত অক্টোবর শেষ দেশে মোবাইল গ্রাহকের সংখ্যা ছিল ১৬ কোটি ৮০ লাখ। সে হিসাবে একমাসে তিন লাখ মোবাইল ব্যবহারকারী বেড়েছে।

এদিকে, দেশে বর্তমানে ইন্টারনেট ব্যবহাকারী সংখ্যা ১১ কোটির বেশি। অক্টোবর পর্যন্ত ইন্টারনেট ব্যবহাকারী সংখ্যা ১১ কোটি ৭ লাখ থাকলেও নভেম্বর শেষে সেটি কমে দাঁড়িয়েছে ১১ কোটি ৫ লাখে। এর মধ্যে মোবাইল ইন্টারনেট ব্যবহার করছে ১০ কোটি ১৯ লাখ গ্রাহক। আর ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহাকারী ৮৬ লাখ।

ইন্টারনেট ইন্টারনেট ব্যবহারকারী বিটিআরসি মোবাইল গ্রাহক

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর