করোনা: জার্মানিতে ফের দৈনিক সংক্রমণের রেকর্ড
১৮ ডিসেম্বর ২০২০ ১৭:২০
জার্মানিতে সর্বশেষ ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন রেকর্ড ৩০ হাজার ৪০০ জন। খবর ডয়চে ভেলে।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে জার্মানির স্বাস্থ্য বিভাগ।
এর আগে, একদিনে এত সংক্রমণ দেখেনি জার্মানি।
এদিকে, প্রতিদিনই জার্মানিতে করোনা সংক্রমণ পাল্লা দিয়ে বাড়ছে। ডিসেম্বরের শেষেই টিকাদান কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে জার্মানির কর্তৃপক্ষ।
বিশেষজ্ঞরা বলছেন, আগামী কিছু দিনে সংক্রমণের মাত্রা আরও বাড়তে পারে। বুধবার (১৬ ডিসেম্বর) থেকেই জার্মানিতে কড়া লকডাউন শুরু হয়েছে। তা সত্ত্বেও, সংক্রমণ বাড়ায় চিন্তিত প্রশাসন।
নভেল করোনাভাইরাস সংক্রমণের প্রথম ঢেউ ভালোভাবেই সামলাতে পেরেছিল জার্মানি। সংক্রমণের হার নিয়ন্ত্রণে রাখা গিয়েছিল। কিন্তু দ্বিতীয় ঢেউয়ে উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে। প্রতিদিনই সংক্রমণের রেকর্ড বৃদ্ধি হচ্ছে।
অন্যদিকে, সংক্রমণের বৃদ্ধির হার দেখে দ্রুত টিকাদান কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেয় প্রশাসন। সব ঠিক থাকলে, ২৭ ডিসেম্বর থেকে টিকাদান চালু করা হবে। কিন্তু সমস্যা হলো, টিকাদান শুরু হলেই পরিস্থিতি স্বাভাবিক হবে, এমন নিশ্চয়তা দিতে পারছেন না সংশ্লিষ্টরা।
সমীক্ষা বলছে, মাত্র ৪০ শতাংশ জার্মান করোনা টিকা নিতে আগ্রহী। অধিকাংশই দ্রুত টিকা নেওয়ার বিরুদ্ধে। কিন্তু, হার্ড ইমিউনিটি তৈরির জন্য অন্তত ৬০ থেকে ৭০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনতে হবে। ৪০ শতাংশ জার্মান টিকা নিতে উৎসাহী হলেও এখনই তারা তা নিতে চান না। কিছু দিন অপেক্ষা করে দেখে নিতে চান, টিকায় কোনো সমস্যা আছে কি না। ১০ শতাংশ জার্মান টিকা নিতেই চান না। এই সমীক্ষাই প্রশাসনের উদ্বেগের কারণ হয়েছে।