Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধুর স্বপ্ন হত্যা করতে পারেনি খুনিরা: বস্ত্র ও পাটমন্ত্রী


১৮ ডিসেম্বর ২০২০ ১৮:২১

নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল সোনার বাংলা গড়ে তোলা। স্বপ্ন দেখা মানুষটিকে নৃশংসভাবে হত্যা করা হলেও তার স্বপ্নকে হত্যা করতে পারেনি খুনিরা। তাই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

শুক্রবার (১৮ ডি‌সেম্বর) দুপু‌রে নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপ‌জেলার রূপসী এলাকার গাজী ভব‌নে কায়েতপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়‌ার্ড যুবলীগের ক‌মি‌টি গঠন অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে তি‌নি এসব কথা ব‌লেন।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু বেঁচে থাকলে এদেশ অনেক আগেই সোনার বাংলা হতো। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে। সারাদেশের মতো রূপগঞ্জেও ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে। রূপগঞ্জের এমন কোনো এলাকা নেই, যেখানে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ছোঁয়া লাগেনি।’

এ সময় উপ‌স্থিত ছি‌লেন, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপ‌তি আশিক ইকবাল, সাধারণ সম্পাদক মোস্তফা আল হোসাইন রাসেলসহ অ‌নে‌কে।

প্রসঙ্গত, হা‌বিবুর রহমান সাউদ‌কে সভাপ‌তি ও আতাউর রহমান‌কে সাধারণ সম্পাদক ক‌রে কায়েতপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়‌ার্ড যুবলীগের ২১ সদস্য বি‌শিষ্ট ক‌মি‌টি গঠন করা হয়।

গোলাম দস্তগীর গাজী বঙ্গবন্ধু বস্ত্র ও পাট মন্ত্রী সোনার বাংলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর