Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেট বিমানবন্দরে ২ কেজি সোনাসহ যাত্রী আটক


১৮ ডিসেম্বর ২০২০ ১৮:৫৫

ঢাকা: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীকে প্রায় দুই কেজি সোনাসহ আটক করেছে সিলেট কাস্টমস। আটক সোনার বাজারমূল্য প্রায় সোয়া এক কোটি টাকা। দুবাই থেকে বাংলাদেশ বিমানের বিজি২৪৮ ফ্লাইটে করে সকাল ৮টা ৪৫ মিনিটে সিলেট বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

শুক্রবার ( ১৮ ডিসেম্বর) বিকেলে সিলেট কাস্টমসের সহকারী কমিশনার মো. আল আমিন সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আল আমিন জানান, সকাল ১১টায় দুবাই থেকে আসা এক যাত্রীকে ১৬টি সোনার বার ও ১০০ গ্রাম সোনার অলংকারসহ আটক করা হয়েছে। আটক যাত্রীর নাম জামিল আহমেদ (২৮)।

সিলেট কাস্টমস জানায়, বিমানবন্দরে অবতরণের পর গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় জামিলের কাছে সোনা আছে কি না, তা জানতে চাওয়া হয়। জামিল তার কাছে সোনা থাকার কথা অস্বীকার করলে তাকে চ্যালেঞ্জ করা হয়। পরে তল্লাশি করে তার হান্ডব্যাগে লুকানো দুইটি সোনার বার ও ১০০ গ্রাম সোনার অলংকার পাওয়া যায়। পরে তার পেটেও সোনার উপস্থিতি পাওয়া যায়। পরে পায়ুপথে ১৪টি সোনার বার বের করা হয়।

আল আমিন জানান, আটক সোনার মোট পরিমাণ ১ কেজি ৯৬০ গ্রাম। এর বাজারমূল্য প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা। আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

২ কেজি সোনা দুবাই থেকে আসা যাত্রী বিমান বাংলাদেশ যাত্রী আটক সিলেট বিমানবন্দর

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর