‘ইসলাম ও মুক্তিযুদ্ধকে মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র চলছে’
১৮ ডিসেম্বর ২০২০ ১৯:৩২
ঢাকা: বিজয়ের ৫০ বছরের প্রাক্কালে ইসলাম ও মুক্তিযুদ্ধকে মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।
শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকেলে পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। বিজয়ের ৪৯তম বার্ষিকী উপলক্ষে ইসলামী মুক্তযোদ্ধা প্রজন্ম পরিষদ এ মতবিনিময় সভা আয়োজন করে।
ইউনুছ আহমাদ বলেন, ‘ইসলামবিরোধীরা আলেম-ওলামা ও ইসলামপন্থীদেরকে স্বাধীনতাবিরোধী হিসেবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিপথগামী কিছু মানুষের ভূমিকাকে সমগ্র আলেম-ওলামাদের ওপরে যারা চাপিয়ে দিতে চায়, তারা মতলববাজ, ইসলাম ও আলেম-ওলামা বিদ্বেষী। এই মতলববাজ, ইসলাম ও আলেম-ওলামা বিদ্বেষীদের সব অপপ্রচারের বিরুদ্ধে নতুন প্রজন্ম ও মুক্তিযোদ্ধার সন্তানদের সোচ্চার হতে হবে।’
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, ‘দু’টি কারণে একটি চক্র ইসলাম ও মুক্তিযুদ্ধকে মুখোমুখি দাড় করাতে চায়। প্রথম কারণ হলো— বিদেশিদের ষড়যন্ত্র, দ্বিতীয় কারণ— কায়েমী স্বার্থবাদীদের অপকর্মকে ঢেকে রাখা।’
অধ্যক্ষ ইউনুছ আহমাদ বলেন, ‘বিজয়ের ৪৯ বছরে কিছু মানুষ আঙুল ফুলে বটগাছ হয়েছে। অথছ মানুষের মৌলিক ও মানবাধিকার প্রতিষ্ঠিত হয়নি। বর্তমানে দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। সাধারণ মানুষ প্রতিনিয়ত প্রতারণার শিকার শিকার হচ্ছে। ঘুষ-দুর্নীতি অব্যাহতভাবে চলছে।’
ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের সভাপতি শহিদুল ইসলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি মো. নুরুজ্জামান সরকার, সেক্রেটারি আরিফ বিন মেহের উদ্দীন, ইয়াছির আরাফাতসহ অন্যরা।
ফাইল ছবি
অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ ইসলাম ও মুক্তিযুদ্ধ ইসলামবিরোধী ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলনের মহাসচিব মুখোমুখি