Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভেনেজুয়েলায় আগামী নির্বাচনে বিরোধী দল নিষিদ্ধ!


১১ ডিসেম্বর ২০১৭ ১৪:০৫

সারাবাংলা ডেস্ক

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আগামী নির্বাচনে দেশটির প্রধান বিরোধী দলের অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, গেল রোববার মেয়র নির্বাচনে ভোট দেওয়ার পর প্রেসিডেন্ট মাদুরো বলেন, ‘শুধু মেয়র নির্বাচনে অংশগ্রহণকারীদের দলগুলোই আগামী নির্বাচনে অংশ নিতে পারবে’। মাদুরো বলেন, ‘বিরোধী দল রাজনৈতিক মানচিত্র থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে’।

অক্টোবরে দেশটির অন্যতম শক্তিশালী তিনটি রাজনৈতিক দল জাস্টিস ফার্স্ট, পপুলার উইল ও ডেমোক্রেটিক অ্যাকশন পার্টি ডিসেম্বরের মেয়র নির্বাচন বয়কট ঘোষণা করেছিল। এ কারণেই গতকালকের নির্বাচনে বাইরে ছিল তারা।

সরকারের এই নির্বাচন পদ্ধতি নিরপেক্ষ নয় অভিযোগ তুলে বিরোধী দলগুলো বলেন, প্রেসিডেন্ট একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছেন।

রোববার ভেনেজুয়েলার ৩০০টির বেশি নগরীতে মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়।

সারাবাংলা/ এমএইচটি

ভেনেজুয়েলায় নির্বাচন

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর