Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর: ওই ৪ জনকে ছেড়ে দিলো পুলিশ


১৯ ডিসেম্বর ২০২০ ১১:০২ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২০ ১১:২০

কুষ্টিয়া: জিজ্ঞাসাবাদে বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় কোনো গুরুত্বপূর্ণ তথ্য না পাওয়ায় আটক চারজনকে ছেড়ে দিয়েছে পুলিশ। এ খবর নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, তবে ওই চারজনের উপর নজরদারি রাখা হবে।

ঘটনার পর গতকাল শুক্রবার প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করে পুলিশ। এরা হলেন- কয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হারুন অর রশিদ, পরিচালনা পরিষদের সভাপতি নিজামুল হক চুন্ন, নৈশপ্রহরি খলিলুর রহমান ও কয়া ইউনিয়নের যুবলীগের সভাপতি আনিচুর রহমান। গতরাত সাড়ে ১১ টার দিকে জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, এর আগে দুপুরে স্থানীয়রা দেখেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে। ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার গভীর রাতে ভাস্কর্যটি ভাঙা হয়। পরে পুলিশ ওই চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

কুষ্টিয়া টপ নিউজ বাঘা যতীন ভাস্কর্য ভাঙচুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর