গুলিস্তানে বিনামূল্যে বুয়েট অ্যালামনাইয়ের মাস্ক বিতরণ
১৯ ডিসেম্বর ২০২০ ১৫:২৮
ঢাকা: জাতীয় প্রেসক্লাব ও ফকিরাপুলের পর রাজধানীর জনবহুল এলাকা গুলিস্তানেও বিনামূল্যে মাস্ক বিতরণ করেছে বুয়েট অ্যালাইমনাই অ্যাসোসিয়েশন ও বুয়েট শিক্ষক সমিতি। এখানেও যথারীতি সার্বিক সহযোগিতা দিয়েছে গাজী গ্রুপ ও বাংলাদেশ স্কাউট।
শনিবার (১৯ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের সামনে সাধারণ মানুষের হাতে এসব মাস্ক তুলে দেওয়া হয়।
মাস্ক বিতরণ কর্মসূচির বিষয়ে বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য ও গাজী গ্রুপের ডিরেক্টর সানিয়া বিনতে মাহতাব সারাবাংলাকে বলেন, ‘শীত বাড়ার সঙ্গে সঙ্গে করোনার প্রকোপও বাড়ছে। করোনা মোকাবিলায় মাস্কের বিকল্প নেই। কেবল মাস্ক ব্যবহার করলে ৯০ থেকে ৯৫ শতাংশ করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধ করা সম্ভব। একইসঙ্গে এটাও সত্য যে, জনগণের মধ্যে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলায় সচেতনতার অভাব রয়েছে। এজন্য বুয়েট প্রাক্তন ছাত্র সমিতি ও বুয়েট শিক্ষক সমিতির উদ্যোগে এই সচেতনতামূলক কর্মসূচি পালন করা হচ্ছে।’
মাস্ক বিতরণকালে বাংলাদেশ স্কাউটস-এর উপ-পরিচালক (প্রশিক্ষণ) ফারুক আহমেদ বলেন, ‘সাধারণ মানুষের মধ্যে সচেতনা বৃদ্ধি এবং মাস্ক পরা কর্মসূচিকে তরান্বিত করতে বুয়েট অ্যলামনাই এসোসিয়েশন ও বুয়েট শিক্ষক সমিতির এই উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে আমরা আনন্দিত বোধ করছি। আমরা মনে করি বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাস থেকে বাঁচতে মাস্ক পরার কোনো বিকল্প নেই।’
দিনব্যাপী মাস্ক বিতরণ কার্যক্রম পরিচালনা করা হবে জানিয়ে তিনি বলেন, ‘মহৎ এই উদ্যোগের সাথে দেশে শীর্ষ শিল্প গ্রুপ ‘গাজী গ্রুপ’ সম্পৃক্ত হওয়ায় কাজটি সবার জন্য সহজ হয়েছে। বাংলাদেশ স্কাউটের পক্ষ থেকে গাজী গ্রুপকে সাধুবাদ জানাচ্ছি।’
ফারুক আহমেদ আরও বলেন, ‘করোনাভাইরাসের শুরু থেকেই বাংলাদেশ স্কাউটস সদস্যরা সাধারণ মানুষের মধ্যে করোনা সচেতনতা বাড়াতেও কাজ করছে। যতদিন এই মহামারি থাকবে ততদিন রোভার স্কাউট তাদের কর্মকাণ্ড চালিয়ে যাবে।’
সরেজমিনে দেখা যায়— শত শত লোক সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে বিনামূল্যে মাস্ক গ্রহণ করছেন। বার বার ব্যবহারযোগ্য মাস্ক পেয়ে অনেকেই সন্তোষ প্রকাশ করেন।
গাজী গ্রুপ বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশন মাস্ক বিতরণ রোভার স্কাউটস