Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরতদের বিরু‌দ্ধে মামলা


১৬ মার্চ ২০১৮ ১৭:৩৬

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: বিভিন্ন সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরু‌দ্ধে মামলা করেছে পুলিশ। শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মির্জা বদরুল হাসান বাদী হয়ে অজ্ঞাত সাত-আট শ’ জনকে আসামি ক‌রে রাজধানীর শাহবাগ থানায় এ মামলা‌টি করেন।

মামলাটি বুধবারে (১৪ মার্চ) দেখানো হলেও পুলিশ আজ শুক্রবার (১৬ মার্চ) এ তথ্য নিশ্চিত করে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা পুলিশের অনুরোধ উপেক্ষা করে হাইকোর্ট মোড়ে যান চলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে বাস, মিনিবাস ও প্রাইভেটকারের গ্লাস ভাঙ্চুর করে।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান সারাবাংলা‌কে বলেন, ‘আন্দোলনের নামে জন‌ভোগা‌ন্তি ও বিশৃঙ্খলা সৃ‌ষ্টি এবং পু‌লি‌শের দায়িত্বে বাধা দেওয়ায় এ মামলা‌টি করা হ‌য়েছে।’

সারাবাংলা/এসআর/আইজেকে

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর