Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাগর পাড়ে ব্যবসায়ীর লাশ, পাশে রক্তমাখা ছোরা


১৯ ডিসেম্বর ২০২০ ১৮:৩৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ছুরিকাঘাতে এক ব্যবসায়ীকে খুন করা হয়েছে। তার লাশ সাগর পাড় থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ ডিসেম্বর) সকালে নগরীর ইপিজেড থানার খেজুর তলা এলাকায় আউটার রিং রোডের পাশে বঙ্গোপসাগরের পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত মো. আলমগীরের (৪৫) বাসাও খেজুরতলা এলাকায়। তিনি ইট, বালু, সিমেন্ট সরবরাহের ব্যবসা করতেন বলে জানিয়েছেন ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া।

ওসি উৎপল সারাবাংলাকে বলেন, ‘আলমগীরের পরিবারের সদস্যরা জানিয়েছেন শুক্রবার বিকেলে তিনি বাসা থেকে বের হয়ে রাতে আর ফেরেননি। শনিবার সকালে সাগর পাড়ে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। লাশের পাশ থেকে রক্তমাখা একটি ছোরা উদ্ধার করা হয়েছে। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন আছে। তাকে খুন করে লাশ সাগরের পাড়ে ফেলে গেছে দুর্বৃত্তরা। কারা এই ঘটনা ঘটিয়েছে সেটা আমরা খতিয়ে দেখছি।’

বিজ্ঞাপন

এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন ওসি উৎপল।

পুলিশ ব্যবসায়ীকে খুন লাশ উদ্ধার সাগর পাড়