Sunday 06 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের বাতিঘর ছিলেন কফিল উদ্দিন’


১৯ ডিসেম্বর ২০২০ ২১:৩৮

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক সাংসদ এম কফিল উদ্দিনের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মুক্তিযুদ্ধের গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমান বলেছেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের বাতিঘর ছিলেন কফিল উদ্দিন। মুক্তিযুদ্ধের পক্ষের ঐক্যকে আরও দৃঢ় করতে আজ তার শূন্যতা অনুভব করছি।’

শনিবার (১৯ ডিসেম্বর) বিকেলে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে নগরীর দারুল ফজল মার্কেটের সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত স্মরণসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

বিশেষ অতিথির বক্তব্যে মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমেদ বলেন, ‘কফিল ভাই আমৃত্যু মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও চট্টগ্রামের উন্নয়নে কাজ করে গেছেন। তিনি একজন নির্লোভ রাজনৈতিক ও সমাজকর্মী ছিলেন। নীতি-আদর্শের প্রশ্নে তিনি ছিলেন আপসহীন।’

নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ বলেন, ‘চট্টগ্রামের উন্নয়ন ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে জাতীয় ঐক্যমত্য সৃষ্টির প্রয়োজনে কফিল উদ্দিন আমাদের চেতনার বাতিঘর হিসেবে ছিলেন। মুক্তিযুদ্ধের বিজয়ের মাসে তিনি চলে গিয়েছিলেন। মানুষের মাঝে তিনি চিরঞ্জীব হয়ে আছেন।’

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক প্রয়াতের সন্তান সাহেদ মুরাদ সাকুর সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিজানুর রহমান সজিবের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক চৌধুরী ছৈয়দ, সাধন চন্দ্র বিশ্বাস ও আব্দুল লতিফ, নগর আওয়ামী লীগের সাবেক দফতর সম্পাদক আবু বক্কর চৌধুরী, সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সদস্য মো. সরওয়ার আলম চৌধুরী মনি, মহানগর কমিটির সদস্য সচিব কাজী মুহাম্মাদ রাজিশ ইমরান, সদস্য আবু সাঈদ মাহমুদ রণী, রিপন চৌধুরী, বিবি গুল জান্নাত, হাসান মোহাম্মদ আবু হান্নান, মেজবাহ উদ্দিন আজাদ, সৈকত চক্রবর্তী, সৈয়দ মাঈনুল আলম সৌরভ, এস এম ইশতিয়াক আহমেদ রুমি, জয়নুদ্দিন জয়, জুনায়েদ আহমেদ, সাইকা দোস্ত, সৈয়দ জাফর হোসেন, সাইফুল্লাহ মাহমুদ।

বিজ্ঞাপন

বাতিঘর মুক্তিযুদ্ধের চেতনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর