Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচন যত ঘনিয়ে আসবে ষড়যন্ত্র তত গভীর হবে: বিপ্লব বড়ুয়া


১৯ ডিসেম্বর ২০২০ ২২:২১

ঢাকা: বাংলাদেশ আওয়ামী লীগের দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেছেন, ‘আগামী জাতীয় নির্বাচন যতই ঘনিয়ে আসবে, ততই ষড়যন্ত্র গভীর হবে। আমরা যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ অন্য কিছু মানব না, সংবিধানের বাইরে যাব না। আমাদের শত্রু পক্ষ অনেক, তারা ষড়যন্ত্র করছে।’

শনিবার (১৯ ডিসেম্বর) বিকেলে মহান বিজয় দিবস উদযাপন ও ঢাকা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুল ইসলাম মনুর সংবর্ধনা উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট যাত্রাবাড়ী থানা আয়োজিত এক আলোচনা সভা, মুক্তিযোদ্ধা গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। যাত্রাবাড়ী দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ স্বাধীনতা ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের হত্যাকাণ্ডের কথা তুলে ধরে বিপ্লব বড়ুয়া বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ যারা করে তাদেরকে তালিকা করে করে হত্যা করেছে। ২০০৪ সালের ২১ আগস্ট গোটা আওয়ামী লীগ নেতৃত্বকে নির্মূল করে দেওয়া ষড়যন্ত্র করে। যে হত্যার মাধ্যমে বঙ্গবন্ধুকে নির্মমভাবে সরিয়ে দিয়েছিল। এই হত্যার বেনিফিশিয়ারি যারা বঙ্গবন্ধুকে হত্যার পর ক্ষমতায় এসেছে, তারা হত্যার রাজনীতি থেকে সরে যায় নাই।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি। সংবর্ধিত অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৫ আসনের এমপি কাজী মনিরুল ইসলাম মনু। আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক কাজী মোর্শেদ কামাল, খান সাহেব ওসমান আলী স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক আফরোজা ওসমান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, দুর্নীতি দমন কমিশন দুদকের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এম এ সালাউদ্দিন ইস্কান্দার কিং, লায়ন সেলিমা আজিজ, প্রেসিডেন্ট লায়ন্স ক্লাব অব ঢাকা উত্তরা।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সায়রা বেগম শিউলিমালা।

বিপ্লব বড়ুয়া ষড়যন্ত্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর