বেরোবিতে জাতীয় পতাকা বিকৃতি: দুঃখ প্রকাশ করলেন অভিযুক্ত শিক্ষকরা
১৯ ডিসেম্বর ২০২০ ২২:৪৯
রংপুর: জাতীয় পতাকা অবমাননা ও বিকৃতি করে প্রদর্শনের ঘটনার দেশব্যাপী সমালোচনার পর দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে থাক শিক্ষকরা। খোদ বিজয় দিবসেই তারা জাতীয় পতাকা বিকৃতির কাজ করেছিলেন।
শনিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে অভিযুক্ত শিক্ষকরা বলেন, ‘যে বিষয়টি নিয়ে পতাকা অবমাননার কথা বলা হচ্ছে, আপাতদৃষ্টিতে পতাকাসদৃশ মনে হলেও এটি আনুষ্ঠানিক কোনো পতাকা ছিল না। তাছাড়া ছবি তোলার সময় শিক্ষকরা এটিকে ভালোভাবে খেয়াল না করেই সেখানে দাঁড়িয়েছিলেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পতাকা নিয়ে স্বাধীনতা স্মারকে কোনো কর্মসূচি ছিল না।’
স্বাধীনতা স্মারক প্রাঙ্গণে শিক্ষকদের তোলা কয়েকটি ছবিকে কেন্দ্র করে দেশব্যাপী সমালোচনার সৃষ্টি হয়েছে উল্লেখ করে বিষয়টি নিয়ে দেশবাসীর যে নেতিবাচক মনোভাব তৈরি হওয়ায় তারা লজ্জিত ও মর্মাহত বলেও বিবৃতিতে উল্লেখ করেছে।
উপস্থিত শিক্ষকরা কেউই উদ্দেশ্যপ্রণোদিতভাবে পতাকা অবমাননার মতো ঘটনা ঘটাইনি বলে বিবৃতিতে জানানো হয়।
বিবৃতিতে স্বাক্ষর করেছেন -বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক তাবিউর রহমান প্রধান, অর্থ ও হিসাব দফতরের পরিচালক ও গণিত বিভাগের প্রধান অধ্যাপক ড. আর এম হাফিজুর রহমান, কেন্দ্রীয় লাইব্রেরির পরিচালক ও বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ড. পরিমল চন্দ্র বর্মণ, সহকারী প্রক্টর ও মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাসুদ উল হাসান, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রভাষক শামীম হোসেন, রসায়ণ বিভাগের প্রভাষক মোস্তফা কাইয়ুম শারাফাত ও প্রভাষক মো. রহমতুল্লাহ।
তবে পতাকা বিকৃত করে ছবি তুলে ভাইরাল হওয়া ছবিতে দেখা গেছে আর কয়েকজন শিক্ষককে। তাদের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হোসেন, সহকারী প্রক্টর ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সহকারী প্রভোস্ট প্রদীপ কুমার সরকার, পরিসংখ্যান বিভাগের শিক্ষক ড. রশিদুল ইসলাম, শাহজামান তপু, চার্লস ডারউইন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সহকারি প্রভোস্ট ও ইতিহাসের প্রত্নতত্ত্ব বিভাগের প্রভাষক সোহাগ আলী, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক রাম প্রসাদ, পদার্থবিজ্ঞানের প্রভাষক আবু সাইদ, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক এমদাদুল হকও রয়েছেন।
এদিকে পতাকা অবমাননার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সরকারি দলীয় শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু পরিষদ, নীল দল, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সংগঠন অধিকার সুরক্ষা পরিষদসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সুশীলরা অভিযুক্ত শিক্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
জাতীয় পতাকা অবমাননা জাতীয় পতাকা বিকৃতি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়