Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা টিকা নিলেন নেতানিয়াহু


২০ ডিসেম্বর ২০২০ ১৩:২৯

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু করোনা টিকা নেওয়ার মাধ্যমে দেশটিতে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেছেন। খবর রয়টার্স।

শনিবার (১৯ ডিসেম্বর) ৭১ বছর বয়সী নেতানিয়াহুর করোনা টিকা নেওয়ার দৃশ্য সরাসরি সম্প্রচার করে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল।

এর মধ্য দিয়ে, ইসরায়েলে ফাইজার-বায়োএনটেকের করোনা টিকা প্রয়োগ শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর পরই করোনা টিকা নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জুলি ইডলেস্টিন।

এর আগে, গত সপ্তাহেই ফাইজার-বায়োএনটেকের করোনা টিকার চালান ইসরায়েলে এসে পৌঁছেছে। মর্ডানার করোনা টিকাও কেনার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। সংক্রমণ বাড়তে থাকায় প্রতিদিন ৬০ হাজার ডোজ করোনা টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।

এদিকে, করোনা টিকা নেওয়ার পর নেতানিয়াহু বলেছেন – জনগণের মধ্যে করোনা টিকা নেওয়ার আগ্রহ সৃষ্টি করার লক্ষ্যেই তিনি এবং স্বাস্থ্যমন্ত্রী জনসম্মুখে টিকা নিয়েছেন।

ইসরায়েলের সরকারি কর্তৃপক্ষ আশা করছে, স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে এমন ২০ শতাংশ মানুষকে টিকা দেওয়া সম্ভব হবে। দেশটির ১০ হাসপাতালে টিকা সরবরাহের প্রস্তুতিও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। টিকা পাওয়ার ক্ষেত্রে প্রথমেই স্বাস্থ্যকর্মীরা বিবেচিত হবেন বলে জানিয়েছে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়।

অন্যদিকে, করোনায় এ পর্যন্ত তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সংক্রমিত হয়েছেন প্রায় চার লাখ মানুষ।

অপরদিকে, ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকা আড়াই লাখ ফিলিস্তিনি এখনই করোনা টিকা পাচ্ছেন না। প্রথম পর্যায়ে ইসরায়েলের নাগরিক এবং অধিকৃত পশ্চিম তীরের বাসিন্দারা পাবেন করোনা টিকা।

বিজ্ঞাপন

ইসরায়েল কোভিড-১৯ নভেল করোনাভাইরাস ফিলিস্তিন বেনজামিন নেতানিয়াহু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর