যুক্তরাজ্যে নতুন রূপে করোনা, ছড়াবে ‘আরও দ্রুত’
২০ ডিসেম্বর ২০২০ ১৪:০১
যুক্তরাজ্যে নভেল করোনাভাইরাসের দ্রুত সংক্রমণক্ষম নতুন একটি রূপের সন্ধান মিলেছে। খবর বিবিসি।
শনিবার (১৯ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন ব্রিটেনের প্রধান চিকিৎসা কর্মকর্তা ক্রিস উয়িটি।
এদিকে, করোনাভাইরাসের এই নতুন রূপ যেনো যুক্তরাজ্যে মৃত্যুর হার আরও বাড়াতে না পারে, তা নিশ্চিত করতে জরুরিভিত্তিতে কাজ শুরু করা হয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
এক বিবৃতিতে ক্রিস উয়িটি বলেছেন, যুক্তরাজ্যের জনস্বাস্থ্য বিভাগ জিনোমিক নজরদারির মাধ্যমে কোভিড-১৯ এর একটি নতুন ধরন শনাক্ত করেছে।
অন্যদিকে, গবেষণায় প্রাপ্ত প্রাথমিক তথ্য এবং দক্ষিণ ও পূর্বাঞ্চলে দ্রুত সংক্রমণ বাড়তে থাকায় ইমার্জিং রেসপিরেটোরি ভাইরাস থ্রেটস অ্যাডভাইজরি গ্রুপ (এনইআরভিটিএজি) এখন বিবেচনা করছে যে, নতুন ধরনটি আরও দ্রুত ছড়াতে পারে।
করোনাভাইরাসের নতুন এই রূপটি আরও দ্রুত ছড়াতে পারে – এ বিষয়টি যুক্তরাজ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাকেও (ডব্লিউএইচও) অবহিত করেছে বলে উয়িটি জানিয়েছেন।
অপরদিকে, যুক্তরাজ্যে করোনার নতুন একটি রূপের সন্ধান মিলেছে এমন সংবাদ গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর দেশটির সঙ্গে বিমান চলাচল বন্ধ ঘোষণা করেছে নেদারল্যান্ডস।