Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাবুলে গাড়িবোমা বিস্ফোরণ, মৃত ১৫


২০ ডিসেম্বর ২০২০ ১৫:০৯

আফগানিস্তানের রাজধানী কাবুলে এক গাড়িবোমা বিস্ফোরণে নারী-শিশুসহ অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের মধ্যে একজন আইনপ্রণেতাও রয়েছেন। খবর আল-জাজিরা।

রোববার (২০ ডিসেম্বর) কাবুলের খোশাল খান এলাকায় স্থানীয় সময় সকালে আইনপ্রণেতা খান মোহাম্মাদ ওয়ার্দাকের গাড়ি বহরে এই হামলার ঘটনা ঘটে।

এদিকে, শক্তিশালী গাড়িবোমা বিস্ফোরণের সঙ্গেসঙ্গেই বেসামরিক কয়েকটি গাড়িতে আগুন লেগে যায়। ক্ষতিগ্রস্ত হয় আশেপাশের ভবন এবং দোকানপাট।

এ ব্যাপারে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান বলেছেন, এই বোমা হামলায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

এ প্রতিবেদন লেখা অবধি কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

অন্যদিকে, আফগানিস্তানের বিদ্রোহী তালেবানদের সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আফগান সরকারের শান্তি আলোচনা চলমান রয়েছে। কয়েকদফা বসার পর এখন শান্তি আলোচনা বন্ধ রয়েছে। জানুয়ারির পাঁচ তারিখ থেকে শান্তি আলোচনা পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে।

আফগানিস্তান গাড়িবোমা হামলা মৃত্যু

বিজ্ঞাপন

চট্টগ্রামে আগুনে পুড়ল ৫ দোকান
২৩ নভেম্বর ২০২৪ ১২:৩৪

আরো

সম্পর্কিত খবর