Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘তিস্তা ও সীমান্ত হত্যা বন্ধে ভারতের সুস্পষ্ট ঘোষণা পাওয়া যায়নি‘


২০ ডিসেম্বর ২০২০ ১৭:২২

সাইফুল হক, ফাইল ছবি

ঢাকা: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ‘তিস্তার পানি ও সীমান্তে বাংলাদেশিদের হত্যাকাণ্ড বন্ধের ব্যাপারে বাংলাদেশকে আবারও আশ্বাসেই সীমাবদ্ধ থাকতে হচ্ছে। এই মিটিংয়ে তিস্তার পানির ওপর বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিত করতে আশাব্যাঞ্জক কিছুই বলতে পারেনি।’

রোববার (২০ ডিসেম্বর) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে আরও বলেন, ‘এই প্রশ্নে ভারত বাংলাদেশকে আবারও গভীরভাবে হতাশ করেছে এবং বাংলাদেশের জন্য এই গুরুত্বপূর্ণ প্রশ্নটিকে ঝুলিয়ে রাখার কৌশল গ্রহণ করেছে। তিনি ক্ষোভের সঙ্গে উল্লেখ করেন সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশিদের হত্যা বন্ধের ব্যাপারেও শীর্ষ মিটিং এ ভারতের কাছ থেকে কোনো ঘোষণা আদায় করা যায়নি।’

তিনি বলেন, ‘১৬ ডিসেম্বরেও সীমান্তে বিএসএফ বাংলাদেশি নাগরিককে হত্যা করেছে। এসব সহিংস তৎপরতা কোনো সৎ প্রতিবেশির পরিচয় বহন করে না।’

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, ‘ভারতের সঙ্গে ঋণ চুক্তির বাস্তবায়নের চিত্রও নৈরাশ্যজনক।’ তিনি বলেন, ‘চুক্তি বাস্তবায়নে অবকাঠামোর ইট, বালু, সিমেন্ট ও শ্রমশক্তির বড় অংশ যদি ভারত থেকে আমদানি করতে হয় তাহলে বাংলাদেশের জন্য এসব চুক্তির উপযোগিতা কি? তিনি সমগ্র ঋণ চুক্তির পর্যালোচনার দাবি করেন।’

তিনি বলেন, রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে প্রত্যাবসনের ব্যাপারে ভারত ইতিবাচক মনোভাব দেখালেও আন্তর্জাতিক ফোরামে এই ইস্যুতে ভারত নিরব থেকেছে এবং বাংলাদেশের পক্ষে পরিস্কারভাবে অবস্থান নিতে পারেনি। বিবৃতিতে তিনি ন্যায্যতা, সমমর্যাদা, পারস্পরিক স্বার্থের স্বীকৃতি ও আন্তর্জাতিক আইন অনুযায়ী ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সমস্যাদি সমাধানের আহ্বান জানান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর