বর্তমান নির্বাচন কমিশনের বিচার হওয়া উচিত
২০ ডিসেম্বর ২০২০ ১৯:৫৭
ঢাকা: বর্তমান নির্বাচন কমিশনের বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। রোববার (২০ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো যৌথবিবৃতিতে তারা এ মন্তব্য করেন।
নেতৃদ্বয় বলেন, ‘নির্বাচন কমিশনের সীমাহীন দুর্নীতি, অনিয়ম ও ব্যর্থতার বিরুদ্ধে ইসলামী আন্দোলন বাংলাদেশ বহু আগ থেকেই কথা বলে আসছে। এই নতজানু নির্বাচন কমিশনের প্রতি জনগণের কোনো আস্থা নেই। তাদের দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত।’
তারা বলেন, ‘৪২জন বিশিষ্ট নাগরিক যে বক্তব্য দিয়েছেন, এটা শুধু তাদের বক্তব্য নয়, বরং এ বক্তব্য দেশের সকল দেশপ্রেমিক নাগরিকের। বিশিষ্ট নাগরিকগণ জনগণের অন্তরের কথাই বলেছেন। দীর্ঘদিন পর হলেও দেশের সিভিল সোসাইটির বোধোদয় হওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদেরকে আন্তরিক অভিনন্দন জানায়।’
নেতৃদ্বয় বলেন, ‘এই নির্বাচন কমিশনের অধীনে অতীতে কোনো নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি ভবিষ্যতেও হওয়ার সম্ভাবনা নেই। সংবিধানের শপথ নিয়ে তারা সংবিধান লঙ্ঘন করেছেন। এজন্য তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো উচিত।’