Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কমনওয়েলথ স্কলারশিপের সুযোগ


২১ ডিসেম্বর ২০২০ ১৩:৫১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: কমনওয়েলথ স্কলারশিপ (বৃত্তি) নিতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থী ও শিক্ষকদের আবেদন চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। শনিবার (১৯ ডিসেম্বর) ইউজিসি বিজ্ঞপ্তিটি প্রকাশ করে।

জানা যায়, কমনওয়েলথের মাধ্যমে বিদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় স্কলারশিপ দেয় ব্রিটেন। পূর্বে ঔপনিবেশ ছিল এমন দেশগুলোর শিক্ষার্থীদের যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কমনওয়েলথ স্কলারশিপের মাধ্যমে মাস্টার্সে পড়াশোনা করার সুযোগ দেওয়া হয়। অনেকে পিএইচডি করারও সুযোগ পান।

কমনওয়েলথের এই স্কলারশিপের যাবতীয় অর্থ দেয় ইউকে ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি) নামের একটি প্রতিষ্ঠান।

বিজ্ঞাপন

প্রতিবছর ইউজিসি কমনওয়েলথ স্কলারশিপের জন্য বিজ্ঞপ্তি দিয়ে দরখাস্ত আহ্বান করে। আগ্রহীরা ইউজিসির ওয়েবসাইটে ‘কমনওয়েলথ স্কলারশিপস (পিএইচডি) ইন দ্য ইউনাইটেড কিংডম ২০২১’- শিরোনামে প্রকাশ করা ফাইল থেকে বৃত্তিসংক্রান্ত সার্কুলারসহ সব তথ্য জানতে পারবেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় নতুন বছরের ৭ জানুয়ারির মধ্যে দরখাস্তের হার্ড কপি পাঠাতে হবে। কয়েকটি ধাপ পেরিয়ে প্রার্থীরা চূড়ান্তভাবে এ স্কলারশিপের জন্য নির্বাচিত হয়ে থাকেন।

কমনওয়েলথ বৃত্তির আর্থিক সুবিধার আওতায় স্নাতকোত্তর বা পিএইচডির সম্পূর্ণ টিউশন ফি বহন করবে কমনওয়েলথ কমিশন। সাথে যুক্তরাজ্যে যাওয়া-আসার বিমানের টিকিট, লন্ডনের বাইরে থাকলে মাসিক ভাতা হিসেবে দেয়া হয় ১ হাজার ৮৬ পাউন্ড এবং লন্ডনের ভেতরে থাকলে ১ হাজার ৩৩০ পাউন্ড ভাতা শিক্ষার্থীদের পড়াশোনা শেষ করা পর্যন্ত দেওয়া হবে।

এর বাইরেও মাসিক ভাতার বাইরেও এককালীন ৪২১ পাউন্ড, স্টাডি ট্রাভেল গ্রান্ট হিসেবে ২০০ পাউন্ড, থিসিস গ্রান্ট হিসেবে ২২৫ পাউন্ড পায় শিক্ষার্থীরা।

এছাড়া কমনওয়েলথ কমিশন কর্তৃক আয়োজিত যে কোনো প্রশিক্ষণ, স্বল্পমেয়াদী কোর্স, ওয়েলকাম ইভেন্ট ও আঞ্চলিক সম্মেলনে যোগদানের জন্য ট্রেনের টিকিট, থাকা-খাওয়া দেওয়া হয় বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের।

কমনওয়েলথ স্কলারশিপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর