পরিবেশ সংক্রান্ত তথ্যের গাইডলাইন করেছে বিবিএস
২১ ডিসেম্বর ২০২০ ১৫:০৯
ঢাকা: পরিবেশ সংক্রান্ত তথ্য সংগ্রহে গাইডলাইন তৈরি করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। সোমবার (২১ ডিসেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে সেটি প্রকাশ করেছে সংস্থাটি।
অনুষ্ঠানে বাংলাদেশ সেন্টার অ্যাডভান্সড স্টাডিজের নির্বাহী পরিচালক ড. আতিক রহমান বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশ একটি মহা দুর্যোগের মধ্যে থাকলেও বাংলাদেশ দুটি মহা দুর্যোগের মধ্যে রয়েছে। এর মধ্যে একটা কোভিড-১৯ ও প্রাকৃতিক দুর্যোগ। বাংলাদেশ সব সময় বন্যা, খরা, ভাঙন ও সাইক্লোন মোকবিলা করছে।
‘পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ বিষয়ক পরিসংখ্যানে জেন্ডার ও সামাজিক অন্তর্ভূক্তি বিষয়ে তথ্য-উপাত্ত প্রস্তুতকারী ও ব্যবহারকারীদের জন্য পদ্ধতিগত নির্দেশনা ও নিয়ম-কানন বিষয়ক প্রকাশনার ডিসেমিনেশন সেমিনারে জানানো হয়, বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ। ফলে ঘনঘন দুর্যোগে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। আমাদের অভিযোজন সক্ষমতার ঘাটতি রয়েছে। বদ্বীপ রাষ্ট্র হওয়ায় ক্ষয়ক্ষতির দিক থেকে বাংলাদেশ রয়েছে প্রথম সারিতে। এসব বিষয়ে তথ্য সংগ্রহের ক্ষেত্রে ব্যাপক সতর্কতা অবলম্বন করতে হবে। যাতে সঠিক তথ্য-উপাত্ত সংগ্রহ করা যায়। সেই সঙ্গে এ সংক্রান্ত সবগুলো মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।
ড. আতিক রহমান বলেন, ‘বাংলাদেশে সবসময় প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করছে। এমনও আছে বছরে ৫ বার বন্যা হয়। এর উপরে করোনার থাবা। তারপরও বাংলাদেশ সব দুর্যোগ মোকবিলা করছে। বাংলাদেশ অনেক উন্নয়ন করছে। বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের কারণে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। নতুন করে পরিকল্পনা করতে হবে। নতুন পরিকল্পনার জন্য দরকার ডেটা।’
বাংলাদেশ সেন্টার অ্যাডভান্সড স্টাডিজের নির্বাহী পরিচালক আরও বলেন, ‘দুর্যোগ মোকাবিলার বড় উদাহরণ বাংলাদেশ। তবে বাংলাদেশ ক্লাইমেট ইনজাস্টিসের শিকার বাংলাদেশ। ধনী দেশগুলো জলবায়ু পরিবর্তন করছে অথচ বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। যারা পরিবেশের ক্ষতি করছে তারা বিপদে পড়ছে না।’
ইউএন উইমেন বাংলাদেশ অফিস গেস্ট অব অনার দিলরুবা হায়দার বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগে নারী ও শিশু সবসময় বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারপরও বাংলাদেশসহ বিশ্বে সেইভাবে জেন্ডার ইন্ডিকেটর নেই। সামাজিক ও সাংস্কৃতিক কারণে নারী-পুরুষের ভিন্নতা রয়েছে। আশা করছি বিবিএসের নতুন উদ্যোগে এটা পরিস্কার হবে।’
পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা সচিব মুহাম্মদ ইয়ামিন চৌধুরী বলেন, ‘দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ বিশ্বে মডেল। আমি যখন বরিশালের বিভাগী কমিশনার ছিলাম তখন ১০ মাসে দুটি দুর্যোগ মোকাবিলা করেছি। দুর্যোগের সময় নারী ও শিশু বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা নিরুপণ করা দরকার। সেই জন্যই আমরা উদ্যোগটি হাতে নিয়েছি।’