কুড়িগ্রামে হচ্ছে নতুন কৃষি বিশ্ববিদ্যালয়
২১ ডিসেম্বর ২০২০ ১৬:০৭
ঢাকা: কুড়িগ্রামে একটি কৃষি বিশ্ববিদ্যালয় হচ্ছে। এজন্য ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আইন- ২০২০’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (২১ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
মন্ত্রিসভা বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি সভায় সভাপতিত্ব করেন, আর মন্ত্রীরা সচিবালয় থেকে বৈঠকে অংশ নেন।
সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, বাংলাদেশে মোট ১৫৩টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চলছে। এর মধ্যে ৪৬টি সরকারি এবং ১০৭টি বেসরকরি। আর দেশে সাতটি কৃষি বিশ্ববিদ্যালয় চালু আছে।
‘জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারিতেই দেশে আসছে করোনার টিকা’
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘কৃড়িগ্রাম এক সময় মঙ্গাপীড়িত ছিল। সেখানে যদি এ ধরনের বিশ্ববিদ্যালয় হয় তবে গবেষণা হবে, ফার্মিং হবে। এর মধ্যে দিয়ে তাদের অবস্থার আরও উত্তরণ হবে। ওই এলাকার লোকজনের কৃষি ও সার্বিক অর্থনীতির উন্নয়ন করার লক্ষ্য নিয়ে সেখানে এই বিশ্ববিদ্যালয় করা হচ্ছে।’
অন্যান্য কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর আইন অনুসরণ করেই নতুন এই আইন করা হচ্ছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।
অনুমোদন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় কৃষি বিশ্ববিদ্যালয় মন্ত্রিসভা