তিন দিনের কর্মবিরতিতে চবি কর্মচারী ইউনিয়ন
২১ ডিসেম্বর ২০২০ ১৮:৪২
চট্টগ্রাম ব্যুরো: স্ট্যান্ডিং কমিটির মাধ্যমে নিম্নমান সহকারীর পদ মর্যাদাসহ তিন দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কর্মচারী ইউনিয়ন প্রতিদিন দুই ঘণ্টা কর্মবিরতির ঘোষণা দিয়েছে। আগামী তিন দিন এই কর্মসূচি চলবে।
সোমবার (২১ ডিসেম্বর) চবি কর্মচারী ইউনিয়নের সভাপতি মো আব্দুল হাই ও সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১৭ ডিসেম্বর স্ট্যান্ডিং কমিটির মাধ্যমে নিম্নমান সহকারীর পদ মর্যাদাসহ তিন দফা দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করা হয়েছে। কিন্তু প্রশাসন কর্মচারী ইউনিয়নের তিন দফা দাবি সুরাহা না করায় আগামী মঙ্গলবার (২২ ডিসেম্বর) থেকে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত প্রতিদিন দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করা হবে।
কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আব্দুল হাই সারাবাংলাকে বলেন, ‘সাবেক উপাচার্য ইফতেখার উদ্দিন স্যারের আমল থেকে আমাদের দাবি জানিয়ে এসেছি। গত ১৭ ডিসেম্বর আমাদের তিন দফা দাবি নিয়ে মানববন্ধন করেছি। কিন্তু প্রশাসন তিন চারদিন আমাদের কোনো আশ্বাস দেয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের দাবি মেনে না নিলে কঠোর আন্দোলন কর্মসূচি পালন করা হবে।’
কর্মচারী ইউনিয়ন কর্মবিরতির ঘোষণা কর্মসূচি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়