Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ৪ ইটভাটা উচ্ছেদ


২১ ডিসেম্বর ২০২০ ২০:৪৮

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের লোহাগাড়ায় উপজেলায় অভিযান চালিয়ে চারটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদফতর।

সোমবার (২১ ডিসেম্বর) উপজেলার পদুয়া ইউনিয়নের বার আউলিয়া কলেজ এলাকা, কলাউজান ইউনিয়নের পশ্চিম কলাউজানের মালিপাড়া ও চুনতি ইউনিয়নের আউলিয়া মসজিদ এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন।

বিজ্ঞাপন

অভিযানে বার আউলিয়া কলেজ এলাকায় মোহাম্মদ শাহেদের পরিচালনাধীন বি এ বি ইটভাটা, পশ্চিম কলাউজানের মালিপাড়া এলাকায় আরিফুল ইসলামের মালিকানাধীন অবৈধ কে বি কে ইটভাটা, মো. আয়ুব আলীর মালিকানাধীন পি এস বি ইটভাটা ও চুনতির মোহাম্মদ ইয়াসিন মাঝির সি বি এম ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়।

মোয়াজ্জম হোসাইন সারাবাংলাকে জানিয়েছেন, ১২০ ফুট উঁচু চিমনির চারটি ইটভাটাই চালু ছিল। ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিভিয়ে ভেঙে দেওয়া হয়। এ ধরনের অভিযান চট্টগ্রামের অন্যান্য উপজেলায়ও চালানো হবে।

দীর্ঘদিন ধরে ছাড়পত্রবিহীন এবং বনের কাঠ পুড়িয়ে গড়ে তোলা এসব ইটভাটা পরিবেশ ও জনস্বাস্থ্যের ক্ষতি করে আসছিল। ১৪ ডিসেম্বর হাইকোর্টের একটি আদেশের পর প্রশাসন লোহাগাড়াসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকার অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযানে নামে। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের আইনজীবী মনজিল মোরসেদের একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।

 

ইটভাটা উচ্ছেদ অভিযানে আরও ছিলেন পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের পরিচালক মোহাম্মদ নুরুল্লাহ নূরী, চট্টগ্রাম জেলার উপ-পরিচালক মো. জমির উদ্দিন ও চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক। অভিযানে সহযোগিতা করেন ফায়ার সার্ভিস, র‌্যাব ও পুলিশের সদস্যরা।

বিজ্ঞাপন

ইট ভাটা উচ্ছেদ পরিবেশ অধিদফতর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর