Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাবিতে শীতকালীন ছুটি বাতিল, আটকে থাকা পরীক্ষা শুরু ২ জানুয়ারি


২১ ডিসেম্বর ২০২০ ২২:৪৬

রাবি: করোনাভাইরাসের কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আটকে থাকা অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্সের ফাইনাল পরীক্ষা আগামী ২ জানুয়ারি থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া পরীক্ষা চালু রাখার জন্য শীতকালীন ছুটিও বাতিলের ঘোষণা দেওয়া হয়েছে।

সোমববার (২০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে আয়োজিত একাডেমিক কাউন্সিল মিটিংয়ে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন রাবি কলা অনুষদের ডিন অধ্যাপক ফজলুল হক।

তিনি বলেন, ‘২০১৯ সালে যাদের অনার্স চতুর্থ বর্ষ এবং মাস্টার্স পরীক্ষা চলছিল শুধুমাত্র তাদের পরীক্ষা আগামী ২ জানুয়ারি থেকে শুরু হবে। বাকি যেসব বর্ষের পরীক্ষা আটকে আছে তাদের বিষয়ে সিদ্ধান্ত এ পরীক্ষা শেষ হওয়ার পর নেওয়া হবে। পরীক্ষা ফিজিক্যালি হবে। এ কারণে শীতকালীন ছুটিটা বাতিল করা হয়েছে।’

এছাড়া তিনি জানান, পরীক্ষার সময় আবাসিক হলগুলো বন্ধ রাখা হবে, ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে এবং পরীক্ষা অনুষ্ঠানের ব্যাপারে বিভাগের একাডেমিক কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত হবে।

পরীক্ষা রাবি শীতকালীন ছুটি


বিজ্ঞাপন
সর্বশেষ

সালমান শাহ্‌ স্মরণে মিলাদ মাহফিল
৬ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৩

নাফ নদীর মোহনায় ২ শিশুর মরদেহ উদ্ধার
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৪৯

সম্পর্কিত খবর