পাথরঘাটায় হরিণের চামড়া-মাথা উদ্ধার
২২ ডিসেম্বর ২০২০ ১৫:০৭
বরিশাল: পাথরঘাটা থেকে তিনটি হরিণের চামড়া ও একটি মাথা উদ্ধার করেছে কোস্টগার্ড। সোমবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার জ্বীনতলা খালের গোড়া থেকে পরিত্যক্ত অবস্থায় এসব উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেনেন্ট ফাহিম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জ্বিনতলা এলাকায় অভিযান পরিচালনাকালে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। এ সময় তিনটি হরিণের চামড়া ও একটি মাথা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া চামড়া ও মাথা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।