Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় আরও ১৭ জনের মৃত্যু, শনাক্ত ১,৩১৮


২২ ডিসেম্বর ২০২০ ১৬:৩৬

ঢাকা: দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭ হাজার ৩২৯ জনে। এছাড়া ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৩১৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৩ হাজার ৫০১ জনে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৪৫২টি। অ্যান্টিজেন টেস্টসহ ১৫ হাজার ১৪৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত সারাদেশে ৩১ লাখ ৬ হাজার ৪৯৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ১ হাজার ৩১৮ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মৃত ১৭ জনের মধ্যে ১১ জন পুরুষ ও নারী ৬ জন। তাদের মধ্যে রয়েছেন ঢাকা বিভাগে ৯ জন, চট্টগ্রাম বিভাগে ৪ জন। এছাড়া রাজশাহী, খুলনা, সিলেট ও রংপুর বিভাগে একজন করে মোট চারজন মারা গেছেন। তাদের মধ্যে হাসপাতালেই মারা গেছেন ১৬ জন। বাড়িতে একজন।

শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ৮.৭০ শতাংশ এবং এ পর্যন্ত ১৬.২১ শতাংশ শনাক্ত হয়েছেন। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৮৭ দশমিক ৭৭ শতাংশ এবং মারা গেছেন ১.৪৬ শতাংশ।

করোনা ভাইরাস মৃতের সংখ্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর