Thursday 24 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ৪ ‘ছিনতাইকারী’ গ্রেফতার


২২ ডিসেম্বর ২০২০ ১৭:৪৫

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় অস্ত্রসহ চার ‘ছিনতাইকারীকে’ গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, চট্টগ্রামের বৃহত্তম ভোগ্যপণ্যের বাজার চাক্তাই-খাতুনগঞ্জে আসা সাধারণ ব্যবসায়ীরা এই ছিনতাইকারী দলের টার্গেট। তাদের চোখে ঝাঁঝালো মলম লাগিয়ে ও গলায় রশি পেঁচিয়ে ছিনতাই করে এই দলের সদস্যরা।

সোমবার (২১ ডিসেম্বর) রাতে নগরীর বাকলিয়া থানা শাহ আমানত সেতু এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

গ্রেফতার ৪ ‘ছিনতাইকারী’ হল- মো. আরমান (২৩), আনছার আলী ফয়সাল (২২), মো. শাকিল (২১) এবং মো. জীবন (২০)। তাদের কাছ থেকে একটি এলজি ও দু’টি কার্তুজ, দুটি ছোরা, রশি এবং মলমসহ আরও বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন।

ওসি নেজাম সারাবাংলাকে বলেন, ‘দক্ষিণ চট্টগ্রামসহ বিভিন্ন এলাকা থেকে নগদ টাকা নিয়ে অনেক ব্যবসায়ী চাক্তাই-খাতুনগঞ্জে, আছাদগঞ্জে বাজার করতে আসেন। ছিনতাইকারীরা শাহ আমানত সেতু এলাকায় ঘোরাঘুরি করে। অনেকে সেতুর উত্তর পাশে গাড়ি থেকে নেমে খাতুনগঞ্জ যাবার জন্য অটোরিকশায় ওঠেন। অনেকে রিকশায় বা হেঁটেও যান। কাউকে একা পেলে সুযোগ বুঝে আটকে প্রথমেই চোখে ঝাঁঝালো মলম লাগিয়ে তাকে দুর্বল করে ফেলে। এরপর মুখে লাগিয়ে দেয়া হয় স্কচটেপ। সবশেষে গলায় রশি পেঁচিয়ে টাকা-মোবাইল ছিনতাই করে নেয়। হয়রানির ভয়ে ছিনতাইয়ের শিকার ব্যবসায়ীরা মামলাও করেন না। এজন্য দিন দিন দাপট বাড়ছিলো ছিনতাইকারীদের।’

ওসি আরও জানান, চারজন গ্রেফতার হলেও এই ছিনতাইকারী দলে আরও কমপক্ষে আট জনের তথ্য তারা পেয়েছেন। তাদের দলে কয়েকজন অটোরিকশা চালকও আছেন। ব্যবসায়ীকে টার্গেট করার পর অটোরিকশা চালকরা সাংকেতিক ভাষায় তার তথ্য ছিনতাইকারীদের জানায়।

বিজ্ঞাপন

৪ ‘ছিনতাইকারী’ গ্রেফতার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর