Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি তরুণের মৃত্যু


২২ ডিসেম্বর ২০২০ ১৯:৪৩ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২০ ১৯:৪৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসরায়েল নিয়ন্ত্রিত পুরাতন পূর্ব জেরুজালেমে নিরাপত্তা বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি তরুণের মৃত্যু হয়েছে। খবর আল-জাজিরা।

সোমবার (২১ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ১৭ বছর বয়সী মাহমুদ ওমর কামিল পুলিশের ওপর গুলি বর্ষণের ঘটনায় স্থানীয় গণমাধ্যম কর্তৃক চিহ্নিত হয়েছিলেন।

প্রত্যক্ষদর্শীরা আল-জাজিরাকে জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী ওই যুবককে ধাওয়া করে ধরার পর তার ওপর কয়েকদফা গুলি চালায়।

এদিকে, ওই ঘটনার পর থেকে আল-আকসা মসজিদসহ পুরাতন পূর্ব জেরুজালেমে প্রবেশের সকল রাস্তা বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী, জানিয়েছে আল-জাজিরা।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ১৯৬৭ সালের যুদ্ধের পর থেকে ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে পূর্ব জেরুজালেম। সেখান থেকে তারা তাদের সীমানা বাড়ানোর কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ২০১৮ সালে প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্র তাদের দূতাবাস তেল আবিব থেকে সরিয়ে জেরুজালেমে নিয়ে যায়।

ইসরায়েল গুলি জেরুজালেম টপ নিউজ তরুণের মৃত্যু তেল আবিব ফিলিস্তিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর