কাবুলে গাড়িবোমা হামলায়, ৪ চিকিৎসকের মৃত্যু
২২ ডিসেম্বর ২০২০ ২১:১৮
আফগানিস্তানের রাজধানী কাবুলের কারাগারে কর্তব্যরত চার চিকিৎসকসহ গাড়িবোমা হামলায় মারা গেছেন পাঁচ জন। খবর বিবিসি।
এদিকে, মৃত চার চিকিৎসকের মধ্যে তিনজনই নারী এভবং পঞ্চমজন ওই চিকিৎসকদের গাড়িচালক বলে জানা গেছে।
বিবিসি জানিয়েছে, ওই চিকিৎসকেরা পুল ই চরকি কারাগার থেকে কাজ করে ফেরার সময় তাদের গাড়িতে আগে থেকেই পেতে রাখা বোমা বিস্ফোরণে মৃত্যুবরণ করেন।
অন্যদিকে, সর্বশেষ দুই মাসে আফগানিস্তানে বোমা হামলায় ২০০ মানুষের মৃত্যু হয়েছে।
সম্প্রতি, রাজনীতিবিদ-সাংবাদিক-অধিকারকর্মীদের লক্ষ্য করে ‘স্টিকি বোমা’ হামলা করা হচ্ছে। চুম্বকের মাধ্যমে ওই বোমা আক্রান্তদের গাড়িতে লাগিয়ে দেওয়া হয়।
পাশাপাশি, আফগান সরকার এবং তালেবান বিদ্রোহীদের মধ্যে শান্তি আলোচনা চলমান আছে। কয়েকদফা বিরতির পর আগামী জানুয়ারিতে কাতারের রাজধানী দোহায় ওই আলোচনা পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে।