Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আ. লীগের কেন্দ্রীয় কার্যালয়ে পরিদর্শনে ভারতীয় হাইকমিশনার


২৩ ডিসেম্বর ২০২০ ১৩:০০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করেছেন। বুধবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করতে আসেন তিনি। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাকে স্বাগত জানান।

পরে দোরাইস্বামী আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করেন এবং কার্যালয় ঘুরে দেখেন। এছাড়াও দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে মতবিনিময় করেন। এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, লে. কর্নেল (অব.) ফারুক খান, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, মির্জা আজম, আফজাল হোসেন, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও উপ-দফতর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

চলতি বছরের আগস্ট মাসে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন বিক্রম দোরাইস্বামী। তিনি হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশের স্থলাভিষিক্ত হয়েছেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ওবায়দুল কাদের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর