Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফের ৭ দিনের লকডাউনে ভুটান


২৩ ডিসেম্বর ২০২০ ১৬:১৩ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২০ ১৬:১৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নভেল করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় সাত দিনের লকডাউনে যাওয়ার ঘোষণা দিয়েছে ভুটানের সরকারি কর্তৃপক্ষ। খবর হিন্দুস্থান টাইমস।

বুধবার (২৩ ডিসেম্বর) থেকে আগামী সাত দিন এই লকডাউন কার্যকর থাকবে।

এদিকে, মঙ্গলবার (২২ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞাপ্তিতে ভুটানের সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে, জোন পদ্ধতিতে লকডাউন ব্যবস্থা কার্যকর করা হবে। জেলা কর্তৃপক্ষ এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। নাগরিকদের চলাচল নির্দিষ্ট জোনের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে। সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। আগামী সাতদিন নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ করবে প্রশাসন।

তবে, অত্যাবশ্যকীয় পণ্যের ক্ষেত্রে বিধিনিষেধ কিছুটা শিথিল থাকবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এর আগেও, করোনা মহামারির প্রথম ঢেউ মোকাবিলায় দেশটি লকডাউনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল।

অন্যদিকে, ওয়ার্ল্ডোমিটার্সের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ভুটানে এ পর্যন্ত ৪৭৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪৩০ জন। এ পর্যন্ত দেশটিতে করোনায় কোনো প্রাণহানি নেই।

করোনাভাইরাস কোভিড-১৯ টপ নিউজ ভুটান লকডাউন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর