Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্রান্সে বন্দুকধারীর গুলিতে ৩ পুলিশের মৃত্যু


২৩ ডিসেম্বর ২০২০ ১৬:৫১

ফ্রান্সে বন্দুকধারীর গুলিতে তিন পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। খবর বিবিসি।

বুধবার (২৩ ডিসেম্বর) ফ্রান্সের কর্মকর্তারা জানিয়েছেন, পারিবারিক কলহের খবর শুনে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে হাজির হয়েছিলেন। তারপর, ৪৮ বছর বয়সী একজন পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়।

পরে, তার মৃতদেহও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

ফরাসি পুলিশের বরাতে বিবিসি জানিয়েছে, বুধবার (২৩ ডিসেম্বর) ফ্রান্সের মধ্যাঞ্চলীয় পাহাড়ি অঞ্চলের সেইন্ট জাস্ট এলাকার কাছে প্রত্যন্ত এক গ্রামে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে ডয়েচে ভেলে জানিয়েছে, পুয়ে-দে-দোম গ্রামের এক বাড়িতে পারিবারিক কলহের খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে গেলে বন্দুকধারী পুলিশকে লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলে এক পুলিশ সদস্যের মৃত্যু এবং আরেকজন আহত হয়। বন্দুকধারী পরে বাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং ঘটনাস্থলে আসা আরও দুই পুলিশ সদস্যকে হত্যা করে। ঘটনাস্থল থেকে এক নারীকে উদ্ধার করা হয়েছে।

এদিকে, ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল ডারমানো পরে সন্দেহভাজন বন্দুকধারীর মৃতদেহ পাওয়ার কথা নিশ্চিত করেন। এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

অন্যদিকে, বন্দুকধারীর গুলিতে তিন পুলিশ সদস্যের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ এবং প্রধানমন্ত্রী জঁ ক্যাসটেক্স।

গুলি টপ নিউজ পুলিশ হত্যা ফ্রান্স বন্দুকধারী


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর