Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রণোদনা প্যাকেজে সংশোধনী চাইছেন ট্রাম্প


২৩ ডিসেম্বর ২০২০ ১৮:১৪

মার্কিন কংগ্রেস ৯০ হাজার কোটি ডলারের যে করোনাভাইরাস প্রণোদনা প্যাকেজ অনুমোদন করেছে তাতে সংশোধনী চাইছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বিবিসি।

এদিকে, প্রত্যেক মার্কিনিকে প্রণোদনা বাবদ দুই হাজার ডলার করে দেওয়ার ব্যবস্থা করতে আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) টুইটারে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি কংগ্রেস সদস্যদেরকে প্রণোদনা বিল থেকে ‘অযথা ও অপ্রয়োজনীয় অনুচ্ছেদগুলো’ ছেঁটে ফেলতেও বলেন বলে জানিয়েছে বিবিসি।

পাশাপাশি, ট্রাম্প ৯০ হাজার কোটি ডলারের এ প্যাকেজকে ‘অপমানজনক’ হিসেবে অ্যাখ্যা দিয়েছেন।

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এর নাম দেওয়া হয়েছে কোভিড সহায়তা বিল, অথচ এর সঙ্গে কোভিডের তেমন কোনো যোগসূত্রই নেই।

এর আগে, করোনাভাইরাসে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত সাধারণ মানুষের সহায়তায় কংগ্রেসে পাস হওয়া প্রণোদনা প্যাকেজটিতে বেশিরভাগ নাগরিককে এককালীন ৬০০ ডলার দেওয়ার প্রস্তাব করা হয়েছিল।

সোমবার (২১ ডিসেম্বর) রাতে বিলটি কংগ্রেসে অনুমোদিত হওয়ার পরপরই ট্রাম্প এতে স্বাক্ষর করতে যাচ্ছেন বলে ধরে নেওয়া হলেও মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাতে হোয়াইট হাউজ থেকে দেওয়া বার্তায় রিপাবলিকান প্রেসিডেন্ট ওই বিলে অন্য দেশের জন্য বরাদ্দ রাখায় ক্ষোভ প্রকাশ করেন।

তিনি বলেন, প্রণোদনা বিলের অর্থ কেবল মার্কিনিদেরই পাওয়া উচিত।

অন্যদিকে, প্রণোদনা বিলে আট কোটি ৫৫ লাখ ডলার কম্বোডিয়াকে সহায়তায়, ১৩ কোটি ৪০ লাখ ডলার আছে মিয়ানমারের জন্য, ১৩০ কোটি ডলার মিশর ও তাদের সেনাবাহিনীর জন্য – যারা কিনা ওই অর্থ দিয়ে রাশিয়ার সামরিক সরঞ্জাম কিনবে, আড়াই কোটি ডলার রাখা হয়েছে পাকিস্তানে গণতন্ত্র ও জেন্ডার বিষয়ক কর্মসূচিতে, ৫০ কোটি ৫০ লাখ ডলার দেওয়া হচ্ছে বেলিজ, কোস্টারিকা, এল সালভাদর, গুয়াতেমালা, হন্ডুরাস, নিকারাগুয়া ও পানামাকে – বলেন ট্রাম্প।

বিজ্ঞাপন

বন্ধ থাকা সত্ত্বেও, কেনো ওয়াশিংটন ডিসিতে অবস্থিত পারফর্মিং আর্টস কমপ্লেক্স কেনেডি সেন্টারকে চার কোটি ডলার এবং রাজধানীর বিভিন্ন জাদুঘর ও গ্যালারিকে ১০০ কোটি ডলারের বেশি দিতে হবে তা নিয়েও প্রশ্ন তোলেন ট্রাম্প।

পাশাপাশি বিদেশি রাষ্ট্র, লবিস্ট ও বিশেষ স্বার্থ রক্ষায় কংগ্রেস ব্যাপক অর্থ পেয়েছে, আর যাদের অর্থ দরকার সেই মার্কিন নাগরিকদের সর্বনিম্ন কিছু একটা দেওয়া হচ্ছে। এটা (করোনাভাইরাস) তো তাদের দোষ না, এটা চীনের দোষ। বিলটি সংশোধন করে প্রণোদনার অর্থ ৬০০ ডলার থেকে বাড়িয়ে ২০০০ ডলার করতে কিংবা যুগলদের জন্য প্রণোদনা চার হাজার ডলার করার কথা বলেছেন ট্রাম্প।

একইসঙ্গে, কংগ্রেসকে এ বিল থেকে অযথা ও অপ্রয়োজনীয় অনুচ্ছেদ ফেলে দিয়ে আমাকে একটা ভালো বিল পাঠাতে বলেছি, নাহলে পরবর্তী প্রশাসনই কোভিড সহায়তা প্যাকেজ দেবে – বলেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট। তার এ অবস্থান ক্যাপিটল হিলকে স্তম্ভিত করে দিয়েছে বলে জানিয়েছে বিবিসি।

সোমবার (২১ ডিসেম্বর) পাস হওয়া ওই করোনাভাইরাস প্রণোদনা বিলের সঙ্গে পরের ৯ মাসে বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা ও দফতরে সরকারের ব্যয় বাবদ এক দশমিক চার ট্রিলিয়ন ডলারও সংযুক্ত আছে।

ওদিকে, প্রেসিডেন্ট ট্রাম্প যদি এ বিলে সই না করেন কিংবা ভেটো ক্ষমতা প্রয়োগ করেন তাহলে ২৯ ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্রে সরকার অচল হয়ে পড়তে পারে।

কোভিড-১৯ ডোনাল্ড ট্রাম্প নভেল করোনাভাইরাস প্রণোদনা প্যাকেজ সংশোধনী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর