Tuesday 05 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজেএমসি’র বন্ধ পাটকলগুলো ইজারা দিতে কমিটি গঠন


২৩ ডিসেম্বর ২০২০ ১৮:৫৮

ঢাকা: বিজেএমসি’র আওতায় থাকা বন্ধ পাটকলগুলো ভাড়াভিত্তিক ইজারা দিয়ে ফের চালু করতে কমিটি গঠন করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (প্রশাসন) আহ্বায়ক করে ৯ (নয়) সদস্যের এই ওয়ার্কিং কমিটি গঠন করা হয়।

গত মঙ্গলবার (২২ ডিসেম্বর) এ সংক্রান্ত আদেশ জারি করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।

বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি)’র চেয়ারম্যান সদস্য-সচিব ছাড়াও এ কমিটির অন্যান্য সদস্য হলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধি, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পাট), অর্থ বিভাগের প্রতিনিধি, শিল্প মন্ত্রণালয়ে প্রতিনিধি, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিনিধি এবং জুট ডাইভারসিফিকেশন প্রোমোশন সেন্টার (জেডিপিসি)’র নির্বাহী পরিচালক।

এ কমিটি দরপত্র/আগ্রহ ব্যক্তকরণ/প্রস্তাব আহ্বানের নিমিত্ত বিজ্ঞপ্তির খসড়া পরীক্ষা ও চূড়ান্তকরণে কাজ করবে। এ ছাড়া মিল চালুকরা বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম নেবে গঠিত ৯ সদস্যের কমিটি।

উল্লেখ্য, সরকারি সিদ্ধান্তে রাষ্ট্রায়ত্ব পাটকলসমূহে বিরাজমান পরিস্থিতির স্থায়ী সমাধান এবং পাটখাত পুনরুজ্জীবিত করার লক্ষ্যে বিজেএমসি’র নিয়ন্ত্রণাধীন ২৫টি মিল এ বছরের ১ জুলাই বন্ধ করা হয়। একই সঙ্গে এই মিলগুলোর স্থায়ী শ্রমিকের গ্রাচ্যুইটি, পিএফ ও‍ ছুটি নগদায়নসহ গোল্ডেন হ্যান্ডশেক সুবিধার মাধ্যমে তাদের চাকরির অবসায়ন করা হয়।

জুট পাটকল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর