Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাশ্মিরের নির্বাচনে বিজেপি’র ভরাডুবি


২৩ ডিসেম্বর ২০২০ ১৯:০৪

ভারতের কেন্দ্রশাসিত কাশ্মিরের স্থানীয় সরকার নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ভরাডুবি হয়েছে। খবর আল-জাজিরা।

কাশ্মিরের ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কাউন্সিল নির্বাচনে ২৮০ আসনের মধ্যে ৭৪ আসন পেয়েছে বিজেপি। বিপরীতে, কাশ্মিরের স্থানীয় রাজনৈতিক নেতাদের জোট দ্য পিপলস অ্যালায়েন্স ফর গুপকার ডিক্লারেশন (পিএজিডি) পেয়েছে ১১২ আসন। এই নির্বাচনে ভারতীয় কংগ্রেস পেয়েছে ২৬ আসন। আর স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বীরা পেয়েছেন ৪৯ আসন।

বিজ্ঞাপন

আল-জাজিরা জানিয়েছে, কাশ্মির উপত্যকায় এমনিতেই বিজেপি’র অবস্থান দূর্বল। তারা কেবলমাত্র জম্মু অঞ্চলের হিন্দু অধ্যুষিত জেলাগুলো থেকে জয় পেয়েছে।

এদিকে, নভেম্বরের ২৮ তারিখ থেকে ডিসেম্বরের ১৯ তারিখ পর্যন্ত ২০ জেলার ৬০ লাখ ভোটারের মধ্যে ৫১ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

তবে, কয়েকটি কেন্দ্রের ফলাফল এখনও ঘোষণা করা হয়নি।

এর আগে, ২০১৯ সালের আগস্টে ভারতের সংবিধানের ৩৭০ ধারা বাতিলের মাধ্যমে কেন্দ্রের অধীনে কাশ্মিরের শাসন ক্ষমতা নিয়ে নেওয়ার পর থেকে অঞ্চলটিতে রাজনৈতিক কার্যক্রম কার্যত বন্ধ হয়ে গিয়েছিল। সেখানকার শান্তি শৃঙ্খলা নষ্ট হতে পারে এমন অভিযোগে কাশ্মিরের শীর্ষ নেতাদের গ্রেফতারও করা হয়েছিল।

কাশ্মির টপ নিউজ দ্য পিপলস অ্যালায়েন্স ফর গুপকার ডিক্লারেশন (পিএজিডি) ভারতীয় জনতা পার্টি (বিজেপি) স্থানীয় সরকার নির্বাচন

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর