Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অর্থনীতিতে অনেক ভালো করছি, যেটা অনেকে চিন্তাই করতে পারেনি’


২৩ ডিসেম্বর ২০২০ ১৯:৪১

আ হ ম মুস্তফা কামাল, ফাইল ছবি

ঢাকা: করোনাভাইরাসের অভিঘাত সত্ত্বেও দেশের অর্থনীতি অত্যন্ত ভালো করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। শুধু তাই নয়, দেশের অর্থনীতির এমন অবস্থা অনেকে চিন্তাই করতে পারেনি বলে মন্তব্য করেছেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, অর্থনীতির সব সূচকে আমরা প্রবৃদ্ধি রক্ষা করছি। আমাদের অর্থনীতি অনেক অনেক বেশি ভলো অবস্থানে রয়েছে। যেটা অনেকেই চিন্তা করতে পারেননি, তার থেকেও ভালো অবস্থানে আছে। আমরা বিশ্বাস করি, আগামীতে এ ধারা অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

বুধবার (২৩ ডিসেম্বর) ৫৪তম সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন। বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হন তিনি।

অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের পরিকল্পনা হলো— আমরা বাজেট দিয়েছি। কিছুদিন পর ২০২০ সাল শেষ হবে। সে অনুযায়ী আমরা পর্যালোচনা করছি। পর্যালোচনা অনুযায়ী আমাদের যেখানে যেখানে রিকাস্ট করা দরকার, সেখানে সেখানে রিকাস্ট করব। আমরা এখনো আশাহত না।

তিনি বলেন, সারাবিশ্বে কোথাও প্রবৃদ্ধি পাবেন না। কিন্তু আমরা এখনো সব সূচকেই প্রবৃদ্ধি রক্ষা করে চলছি। সুতরাং এটা এ দেশের মানুষের প্রতি আল্লাহর অশেষ রহমত।

অর্থমন্ত্রী আরও বলেন, আমরা ভালো অবস্থানে আছি। তাই ঘাবড়ানো বা নার্ভাস হওয়ার কোনো কারণ নেই। আমরা ঠিক জায়গায় আছি। আমাদের অর্থনীতি ঠিক জায়গায় ও ভালো অবস্থানে আছে।

টপ নিউজ

অর্থনীতি অর্থমন্ত্রী করোনাভাইরাস করোনার অভিঘাত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর