Friday 11 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাওনা টাকা চেয়ে তথ্যমন্ত্রীর কাছে পত্রিকা মালিকদের তাগিদ


২৩ ডিসেম্বর ২০২০ ২১:৫৬

ফাইল ছবি

ঢাকা: সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিজ্ঞাপন বাবদ বকেয়া পাওনা আদায়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের কাছে তাগিদ দিয়েছেন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) নেতারা।

বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়ে আলোচনা করেন তারা। পাওনা আদায়ে মন্ত্রীর পরামর্শ কামনা করলে তথ্যমন্ত্রী এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সকল মন্ত্রণালয় ও বিভাগে তাগিদপত্র দেওয়া হয়েছে বলে জানান এবং তথ্য মন্ত্রণালয় থেকেও আরেকবার তাগিদ দেওয়ার আশ্বাস দেন মন্ত্রী।

বিজ্ঞাপন

এ সময় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) নেতৃবৃন্দ করোনা পরিস্থিতি উত্তরণে সংবাদপত্র শিল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। নোয়াব সভাপতি এ কে আজাদ, সহ-সভাপতি এ এস এম শহিদুল্লাহ খান, নির্বাহী সদস্যদের মধ্যে মাহফুজ আনাম, নঈম নিজাম ও দেওয়ান হানিফ মাহমুদ এবং সদস্যদের মধ্যে শাহ হোসাইন ইমাম এ বৈঠকে যোগ দেন।

দেশব্যাপী সংবাদপত্রের গুণগতমান, সংখ্যা এবং এ শিল্পকে টেকসই রাখার নানাদিক নিয়ে বৈঠকে প্রাণবন্ত আলোচনা হয়।

তথ্যমন্ত্রী বকেয়া বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর