সামর্থ্যবান ও জনপ্রতিনিধিদের শীতার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান
২৪ ডিসেম্বর ২০২০ ১৫:৩৪
ঢাকা: এবার দেশে খুব শীত পড়ছে উল্লেখ করে আওয়ামী লীগের দফতর সম্পাদক এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেছেন, ‘সরকারের পাশাপাশি আমাদের দলের যারা সামর্থ্যবান মানুষ ও জনপ্রতিনিধি আছেন, তাদের সকলের উচিত সাধারণ মানুষের পাশে দাঁড়ানো।’
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে রাজধানীর মালিবাগে আবুজর গিফারী কলেজ প্রাঙ্গনে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঢাকা দক্ষিণ সিটি করোপরেশেনের অন্তর্গত কাউন্সিলর মামুনুর রশিদ শুভ্রর (১২ নং ওয়ার্ড) শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় কয়েকশ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। কাউন্সিলর মামুনুর রশিদ শুভ্র ছাড়াও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে বিপ্লব বড়ুয়া বলেন, ‘আমরা বৈশ্বিক মহামারি করোনাভাইরাস মোকাবিলায় সকলে ব্যস্ত সময় পার করছি। এর মধ্যে বাংলাদেশে বিভিন্ন দুর্যোগ, আম্পান, বন্যা হয়েছে। এবার দীর্ঘমেয়াদী খুব শীতও পড়ছে। তাই আমি মনে করি সরকারের পাশাপাশি আমাদের সামর্থ্যবান মানুষ যারা আছেন, যারা জনপ্রতিনিধি তাদের উচিত তাদের যা আছে তা নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো।’
এছাড়া তিনি বলেন, ‘এই এলাকার কাউন্সিলর মানুষের জন্য যে শীতবস্ত্র বিতরণ করেছে, এমন কাজ সকলেরই করতে হবে। আমাদের অন্যান্য এলাকাতেও সামর্থ্যবান মানুষ, যারা জনপ্রতিনিধি আছেন, তাদের এই ধরনের সামাজিক দায়িত্ব পালন করা উচিত।’