চট্টগ্রামে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ গ্রেফতার তিন
২৪ ডিসেম্বর ২০২০ ১৬:১৫
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক লাখ ৪০ হাজার ইয়াবাসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে একজন কলেজ ছাত্র। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে আনোয়ারা থানার বাঁশখালী-আনোয়ারা সড়কের কালাবিবি দিঘীর পাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার তিনজনের বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায়। এরা হলো- মাহমুদুল হক (২৩), মো. ইব্রাহিম (২৬) ও জাহেদ হোসাইন (২৫)।
গ্রেফতার মাহমুদুল টেকনাফ কলেজের বিবিএস এবং জাহেদ এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। আর ইব্রাহিম পেশায় কৃষক বলে পুলিশ জানিয়েছে।
নগরীর হালিশহরে জেলা পুলিশ লাইনে আয়োজিত সংবাদ সম্মেলনে চট্টগ্রামের জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক জানান, পটিয়া ও আনোয়ারা থানা পুলিশের যৌথ চেকপোস্টের সামনে দু’টি মোটর সাইকেলে করে আসা তিন যুবককে থামার সংকেত দেওয়া হয়। তখন তারা মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে তাদের ধরে ফেলে।
তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে এক লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।