কক্সবাজারের উখিয়ায় অগ্নিকাণ্ডে পুড়ল ৪০ দোকান
১৭ মার্চ ২০১৮ ০৮:৫০ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ০৮:৫৩
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
কক্সবাজার : কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন বাজারে অগ্নিকাণ্ডে ৪০ টি দোকান পুড়ে গেছে। শনিবার দিবাগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে হঠাৎ দোকানের গলি থেকে আগুন দেখা যায়। পরে লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। কিন্তু দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এতে ৪০টির মত দোকান পুড়ে ছাই হয়ে যায়। পরে সেনাবাহিনী, উখিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
উখিয়ার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ইদ্রিস জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডে ঘটনা ঘটতে পারে। অগ্নিকাণ্ডে আনুমানিক ১০ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে।
উখিয়া থানার ওসি মোহাম্মদ আবুল খায়ের জানান, এই অগ্নিকাণ্ডে ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে।
সারাবাংলা/টিএম