তিউনিশিয়ায় নৌকাডুবি, ২০ জনের মৃত্যু
২৪ ডিসেম্বর ২০২০ ১৮:৩৮
তিউনিশিয়ায় নৌকাডুবি হয়ে ২০ আফ্রিকান অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। খবর রয়টার্স।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) নৌকাটি ৪৫ জন যাত্রী নিয়ে তিউনিশিয়া থেকে ভূমধ্যসাগর হয়ে ইতালির লাম্পেদুসা দ্বীপে পাড়ি জমাতে চেয়েছিল বলে জানা গেছে।
বার্তাসংস্থা রয়টার্স জানাচ্ছে, তিউনিশিয়ার কোস্টগার্ড পাঁচ জনকে জীবিত উদ্ধার করেছে। মৃত ২০ জনকে উদ্ধারে অভিযান অব্যাহত আছে।
এ ব্যাপারে তিউনিশিয়ার নিরাপত্তা কর্মকর্তা আলি আয়ারি জানিয়েছেন, স্ফাক্স বন্দর থেকে ছয় মাইল দূরবর্তী এক স্থানে এই নৌকাডুবির ঘটনা ঘটে। জীবিত উদ্ধার হওয়া পাঁচ জনই বিভিন্ন সাব-সাহারান দেশের নাগরিক।
প্রসঙ্গত, সাম্প্রতিক বাস্তবতায় তিউনিশিয়ার স্ফ্যাক্স বন্দর থেকে আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য থেকে অভিবাসন প্রত্যাশীরা উন্নত জীবনের আশায় ইউরোপে পাড়ি জমাতে ভিড় করছেন।