Sunday 13 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা রোগীর হাতে করোনা রোগী খুন


২৪ ডিসেম্বর ২০২০ ১৯:৪১

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অক্সিজেন ট্যাংক দিয়ে আঘাত করে এক করোনা রোগী খুন করেছেন আরেক করোনা রোগীকে। খবর বিবিসি।

এ ব্যাপারে লস অ্যাঞ্জেলেসের পুলিশ জানিয়েছে, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার অ্যান্টেলোপ ভ্যালি হাসপাতালের একটি কক্ষে ৩২ বছর বয়সী এবং ৮২ বছর বয়সী দুই করোনা রোগী চিকিৎসা নিচ্ছিলেন। তারা একে অপরের পূর্ব পরিচিত ছিলেন না। কিন্তু, বয়স্ক করোনা রোগী অপেক্ষাকৃত কমবয়সী রোগীর হাতে খুন হয়েছেন।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, ৩২ বছর বয়সী ওই রোগীর বিরুদ্ধে হত্যা এবং ঘৃণা সন্ত্রাস ছড়ানোর মামলা হয়েছে।

পুলিশের বরাতে বিবিসি জানিয়েছে, একই কক্ষে চিকিৎসাধীন থাকা অবস্থায় একদিন বৃদ্ধ রোগী ওই কক্ষে প্রার্থনা শুরু করলে তরুণ রোগীটি পেছন থেকে অক্সিজেন ট্যাংক দিয়ে তাকে আঘাত করে। গুরুতর আঘাত নিয়ে চিকিৎসাধীন অবস্থায় পরের দিন তার মৃত্যু হয়।

এদিকে, করোনাভাইরাস মোকাবিলায় হিমশিম খাচ্ছে ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ। সেখানে গত ছয় সপ্তাহে ১০ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। হাসপাতালগুলোতে চলছে শয্যা সংকট।

এর মধ্যেই, বুধবার (২৩ ডিসেম্বর) যুক্তরাষ্ট্র দুই লাখ ২৮ হাজার ১৩১ জন নতুন করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছে। একই সময়ে দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে তিন হাজার ৩৫৯ জনের।

করোনা রোগী কোভিড-১৯ খুন নভেল করোনাভাইরাস যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আজ চৈত্র সংক্রান্তি
১৩ এপ্রিল ২০২৫ ০৯:২২

আরো

সম্পর্কিত খবর