বনানী থেকে কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
২৪ ডিসেম্বর ২০২০ ১৯:৫৮
ঢাকা: রাজধানীর বনানী থেকে ১ কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের প্রত্নতাত্ত্বিক একটি মূর্তি উদ্ধার করেছে র্যাব-১০ এর একটি টিম। এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) র্যাব-১০ এর অতিরিক্ত এসপি সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলো- আলাউদ্দিন (৩৫), বিল্লাল হোসেন (৬০) ও মো. দ্বীন ইসলাম ওরফে মনা (১৮)।
তিনি বলেন, ‘রাজধানীর বনানীর জলখাবার রেস্টুরেন্টে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ একটি দল অভিযান চালায়। অভিযানে ১ কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের প্রত্নতাত্ত্বিক মূর্তিসহ ৩ জনকে আটক করেছে র্যাব-১০।’
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে গ্রেফতারকৃত ব্যক্তিরা মূর্তি পাচারকারী চক্রের সদস্য। তারা পরস্পর যোগসাজসে ওই মূর্তিটি বিদেশে পাচারের উদ্দেশে নিজেদের হেফাজতে রেখেছিল। আসামিরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে তারা কষ্টি পাথরের হস্তনির্মিত প্রত্নতাত্তিক মূর্তি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে বিদেশে পাচার করতো। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।