Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেকনাফ পৌরসভায় ভূমি অধিগ্রহণ ছাড়া উচ্ছেদে নিষেধাজ্ঞা


২৪ ডিসেম্বর ২০২০ ২২:৫১ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২০ ০০:৫৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ভূমি অধিগ্রহণ ছাড়া টেকনাফ বাস স্ট্যান্ড সংলগ্ন প্রধান সড়কের ব্যক্তি মালিকানাধীন বিভিন্ন স্থাপনায় উচ্ছেদ কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট। এর ফলে, সড়ক ও জনপদ এবং টেকনাফ পৌরসভার যৌথ উদ্যোগে সেখানে উচ্ছেদ কার্যক্রম চলতে পারবে না।

একইসঙ্গে টেকনাফ বাস স্ট্যান্ড সংলগ্ন প্রধান সড়কের ব্যক্তি মালিকানাধীন বিভিন্ন স্থাপনায় ভূমি অধিগ্রহণ ছাড়া ও বিনা নোটিশে উচ্ছেদ কার্যক্রমের প্রক্রিয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত। আগামী ১৫ দিনের মধ্যে সড়ক ও জনপদ বিভাগের সচিব, কক্সবাজার জেলা প্রশাসক (ডিসি), টেকনাফ পৌরসভার মেয়র, টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনার, ভূমিকে (এসি ল্যান্ডকে) এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

এ সংক্রান্ত পৃথক পৃথক ছয়টি আবেদনের শুনানি নিয়ে বুধবার (২৩ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি মুজিবর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দীন শামীমের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। আদেশের বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন আবেদনের পক্ষের আইনজীবী এস এম জুলফিকার আলী জুনু।

আদালতে আবেদনের পক্ষে জুলফিকার আলী জুনু ছাড়াও শুনানি করেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।

আইনজীবী জুলফিকার আলী জুনু জানান, টেকনাফ পৌরসভায় সড়ক বর্ধিত করার জন্য সড়ক ও জনপদ এবং টেকনাফ পৌরসভার যৌথ উদ্যোগে সম্প্রতি টেকনাফ বাস স্ট্যান্ড সংলগ্ন প্রধান সড়কের ব্যক্তি মালিকানাধীন বিভিন্ন স্থাপনায় বিনা নোটিশে ভূমি অধিগ্রহণ ছাড়াই উচ্ছেদ পরিচালনার জন্য প্রশাসন কর্তৃক লাল দাগ দেয়। এরপর উচ্ছেদ পরিচালনার জন্য মাইকিং করা হলে তারা ৮ ডিসেম্বরের পরে সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে সময় দিয়ে এবং নিয়মতান্ত্রিক উচ্ছেদের জন্যে আর্জি জানান। তাতে সাড়া না দেওয়ায় হাইকোর্টে আসেন ভূমির মালিকরা।

এই আইনজীবী আরও জানান, বিনা নোটিশে এবং ক্ষতিপূরণ না দিয়ে উচ্ছেদ কার্যক্রম বন্ধে ওই সব স্থাপনার ছয় জন মালিক— হাজী হামিদ হোসেন, হাজী আব্দুল হাফেজ, মো. সিদ্দিক, বশির আহমেদ, হাজী আব্দুল কাদের ও মো. আলম বাদী হয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ভিন্ন ভিন্ন ছয়টি রিট আবেদন দায়ের করেন। এসব রিটের শুনানি নিয়ে উচ্ছেদের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞার পাশাপাশি রুলও জারি করেছেন আদালত।

অধিগ্রহণ ছাড়া উচ্ছেদ টেকনাফ বাস স্ট্যান্ড নিষেধাজ্ঞা বিনা নোটিশে উচ্ছেদ ভূমি অধিগ্রহণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর